Page Nav

HIDE

Post/Page

May 28, 2025

Weather Location

Breaking News:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তমলুক হ্যামিল্টন হাই স্কুলের এক শিক্ষাকর্মীর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তমলুক হ্যামিল্টন হাই স্কুলের এক শিক্ষাকর্মীর।
শুক্রবার দুপুরে তমলুক শংকর আড়া বাসপুল ও হাসপাতাল মোড় বাস স্ট্যান্ড এর মাঝামাঝি তমলুকের বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে সাইকেল নিয়ে রাস্তা পারাপার কর…

 




মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তমলুক হ্যামিল্টন হাই স্কুলের এক শিক্ষাকর্মীর।


শুক্রবার দুপুরে তমলুক শংকর আড়া বাসপুল ও হাসপাতাল মোড় বাস স্ট্যান্ড এর মাঝামাঝি তমলুকের বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে সাইকেল নিয়ে রাস্তা পারাপার করার সময় হলদিয়া- কোলাঘাট রুটের বাসের ধাক্কায় গুরুতর জখম হয়তামলুক হামিল্টন হাই স্কুলের শিক্ষা কর্মী অরুণ বেরা(৫১)।তাকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। 

তমলুক হামিল্টন স্কুলের   শিক্ষাকর্মীর স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হয় হলদিয়া মেছেদা রাজ্য সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।এসে যান চলাচল স্বাভাবিক করে।ঘাতক বাসটিকে তমলুক থানার পুলিশ আটক করেছে। চালক পলাতক। আকস্মিক এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় পরিবারসহ স্কুলে নেমে এসেছে শোকের ছায়া।