Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#শিরোনাম-বাসন্তিক মগ্নতায়#কলমে-নির্মল বরাট#তাং-13/02/2021
কৌতুহলী চোখ নিয়ে --তাকিয়ে আছি শুধু, সারাদিন - অনাবিল ; -সবুজ আছে বোধহয় এ প্রান্তরে।দূরে - বহুদূরে জোয়ারের শব্দ ভেসে আসে, -খেজুরের পাতার ফাঁকে ; -বসন্তের…


 সৃষ্টি সাহিত্য যাপন

#শিরোনাম-বাসন্তিক মগ্নতায়

#কলমে-নির্মল বরাট

#তাং-13/02/2021


কৌতুহলী চোখ নিয়ে --

তাকিয়ে আছি শুধু, সারাদিন - অনাবিল ; -

সবুজ আছে বোধহয় এ প্রান্তরে।

দূরে - বহুদূরে জোয়ারের শব্দ ভেসে আসে, -

খেজুরের পাতার ফাঁকে ; -

বসন্তের গন্ধও আসে ভেসে ; -

নম্র কুহেলীর আধো নীলাকাশে ফ্লাগুনী সুরে।

হয়তো ভাটা পিছু পিছু পায়ে দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষার বাসন্তিক মগ্নতায়।

তারপর আপন উজানে ঝরে যাবে সারাবেলা ; -

সবুজ অঙ্গনে আসবে ধীর পায়ে,-

একটা দীর্ঘশ্বাসের কালবৈশাখী।