Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সংকল্পের উদ্যোগে মহাত্মা গান্ধীর মহাপ্রয়ান দিবস পালন

*নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* শনিবার মেদিনীপুর শহরের শরৎপল্লীর হরিজন কলোনিতে জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়ান দিবস পালন করলো সংকল্প ফাউন্ডেশন। এদিন গান্ধীর মূর্তিতে মাল্যদান ও বাচ্চাদের মধ্যে চকলেট বিতরন করা হয় সংগঠ…

 


*নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* শনিবার মেদিনীপুর শহরের শরৎপল্লীর হরিজন কলোনিতে জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়ান দিবস পালন করলো সংকল্প ফাউন্ডেশন। এদিন গান্ধীর মূর্তিতে মাল্যদান ও বাচ্চাদের মধ্যে চকলেট বিতরন করা হয় সংগঠনের পক্ষ থেকে। স্বাগত ভাষন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সংক্ষিপ্ত ভাবে গান্ধীর জীবনাদর্শ ও কর্মজীবন তুলে ধরেন সংস্থার ডিরেক্টর ডঃশান্তনু পান্ডা ও সম্পাদিকা পারমিতা সাউ। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি পিন্টু সাউ,ওসদস্য অনীশ সাউ। পাশাপাশি এদিনের গান্ধী মূর্তির পাশেই অবস্থিত বি .আর. আম্বেদকারের মূর্তিতেও সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়।