. ---------- স্বর্গীয় প্রেম -------
অনিন্দিতা রায়
স্মৃতির ব্যালকনিতে আজ---- . ভাঁজে ভাঁজে জড়ানো অতীত রোদ্দুর ভরা আকাশ, বসন্তের পদধ্বনি পলাশ ফুলের মতো রঙীন সেই মুহূর্ত্তরা-- তোমার …
. ---------- স্বর্গীয় প্রেম -------
অনিন্দিতা রায়
স্মৃতির ব্যালকনিতে আজ----
. ভাঁজে ভাঁজে জড়ানো অতীত
রোদ্দুর ভরা আকাশ, বসন্তের পদধ্বনি
পলাশ ফুলের মতো রঙীন সেই মুহূর্ত্তরা--
তোমার ঘ্রাণ, উষ্ণ স্পর্শ --
. যা মিশে আছে আমার দেহ --- মনে
এক আকাশ স্বপ্ন! কতো প্রতিশ্রুতি--
কোথায় যেন হারিয়ে গেছে।
স্রষ্টার প্রতি ঝরে পড়ে বুক ভরা অভিমান।
মনের মধ্যে একটাই আশ
কোনদিন তো এমন হোক
হৃদয় বসুক পাশে--
জমে থাকা সব ব্যবধান
ঝুরঝুর করে পড়ে যাক ভালবাসার ঝুলিতে,
নাই বা হোল, একসাথে পথ চলা -----
হাতে হাত টুকু রেখো---
স্বপ্নরা সুখ স্পর্শ পাক।।