Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#দৈনিক#সেরা#কলম#সম্মাননাবিভাগ-কবিতাবিষয়-উন্মুক্ত৫-২-২০২১
•যদি আবার ফেরে সময়•অজয় কুমার দত্ত
বয়েছে সময় ঊর্মি নীরের মতো     চন্দ্রাতপে হিরণ্য নীল আভার~নীলতমিস্রা অরণ্য হয়ে ঘেরে     এসেছে সে ক্ষণ চিরবিদায় নেবার।নীল ভূখন্ডে গড়ে …

 


#দৈনিক#সেরা#কলম#সম্মাননা

বিভাগ-কবিতা

বিষয়-উন্মুক্ত

৫-২-২০২১


•যদি আবার ফেরে সময়•

অজয় কুমার দত্ত


বয়েছে সময় ঊর্মি নীরের মতো

     চন্দ্রাতপে হিরণ্য নীল আভার~

নীলতমিস্রা অরণ্য হয়ে ঘেরে

     এসেছে সে ক্ষণ চিরবিদায় নেবার।

নীল ভূখন্ডে গড়ে ছিলে খেলাঘর

     সুনীল অতীত চির স্মরণে রাখবো~

আমায় তুমি যদি খোঁজ কোনদিন

     ওই পাদপের নীচেই শায়িত থাকবো।

অপেক্ষাতে কাটবে সময় স্রোত

     স্রোত কখনও ফিরে আসে না জানি~

তবু ও যদি আবার ফেরে সময়

     একবার ছোঁব অতীতের ফুলদানি।


©অজয়