Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি যাপন সাহিত্য ------------------------০৩/০২/২০২১~~~~~~~~~~কল্যাণ ভট্টাচার্য্য~~~~~~~~~কালো পৃথিবী ~~~~~~~~
বিষণ্ন পৃথিবী বিবস্ত্র হয়ে পথের ধারেপথের শিশু কাঁদতে থাকে শীতের সাথেআধমরা ক্ষুধারা সব রাস্তার এপাশ ওপাশ নোংরা কালো হা…

 


সৃষ্টি যাপন সাহিত্য 

------------------------

০৩/০২/২০২১

~~~~~~~~~~

কল্যাণ ভট্টাচার্য্য

~~~~~~~~~

কালো পৃথিবী 

~~~~~~~~


বিষণ্ন পৃথিবী বিবস্ত্র হয়ে পথের ধারে

পথের শিশু কাঁদতে থাকে শীতের সাথে

আধমরা ক্ষুধারা সব রাস্তার এপাশ ওপাশ 

নোংরা কালো হাত বাড়িয়ে খাবার খোঁজে—

এদের ভিক্ষারী বলে। 

কেন না এরা চেয়ে খায়

এরাও একটু বাঁচতে চায়। 

প্রান আছে তাই বাঁচার অধিকার আছে। 


অবোধ শিশু আগ্নেয়গিরি খিদের পাহাড়

চিমসে দেহ নরম হাত

ক্ষুধার্ত চোখ চায় খাবার 

খালি গায়ে শীতের সাথে যুদ্ধ করে জীবন পার—

এদের ভিক্ষারী বলে। 

এরা চেয়ে চেয়ে খায়

সমাজের অবজ্ঞায়

যুগযুগান্ত প্রতিকারহীন ওরা আসে বার বার। 


নির্দয় পৃথিবী একবারও ভাবে নি এদের

বনলতা সেন এপথ হারায়

কস্তুরী চাঁদ উঠতে ভূলে যায়

বক্তৃতা মঞ্চে নেই তো সংশয়

এরা পরিনত হয় আজাংলায়

বড়োলোকের নাব্যতা হয়তো এদের পরিচয়।