Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পিতা-মাতার স্মৃতিতে প্রাথমিক বিদ্যালয় ও প্রাকৃতিক উদ্যানের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম : রবিবার পুত্র শুভঙ্কর দত্তের উদ্যোগে তাঁর প্রয়াত পিতা আশুতোষ দত্ত ও মাতা রেণুবালা দত্তের স্মৃতিতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নাকবিন্দি পাতিনাতে পথচলা শুরু করলো "কিশলয়" প্রাথমিক বিদ্…



 নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম : রবিবার পুত্র শুভঙ্কর দত্তের উদ্যোগে তাঁর প্রয়াত পিতা আশুতোষ দত্ত ও মাতা রেণুবালা দত্তের স্মৃতিতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নাকবিন্দি পাতিনাতে পথচলা শুরু করলো "কিশলয়" প্রাথমিক বিদ্যালয় ও 'ফিরে আসা' প্রাকৃতিক উদ্যান। 


পিছিয়েপড়াা এলাকায় শুভঙ্কর বাবুর নেওয়া এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশীষ চক্রবর্তী, শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সেক গোলাম মোস্তফা ও শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক গৌতম কুমার বোস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


 পেশায় একজন সহকারী প্রধান শিক্ষক শুভঙ্কর বাবু জানান,এলাকার উন্নয়নে তাঁর এই বিদ্যালয় কাজে লাগলে,তবেই তাঁর স্বপ্ন সার্থক হবে। এলাকায় এই ধরনের বিদ্যালয় ও প্রাকৃতিক উদ্যান স্থাপিত হওয়ায় খুশি অভিভাবক- অভিভাবিকা থেকে শুরু করে এলাকার আপামর জনগণ। তাঁদের আশা এই বিদ্যালয় তাঁদের এলাকার শিশুদের পড়াশোনার ক্ষেত্রে নতুন একটি দিশা হিসেবে কাজ করবে।যা তাদের ভবিষ্যৎ এ এগিয়ে যেতে সাহায্য করবে।