Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাকবিতা : আন্তর্জাতিক নারী দিবস।কলমে: অমিত ঘোষ।তারিখ: ০৮/০৩/২০২১
প্রবল উল্লাসে সোশ্যাল মিডিয়ায়পায়েল যখন পোস্টার শেয়ারে ব্যস্তসেই দিন সকালে অমলবাবুর বাড়িতে কাজের মাসি না আসায়চিৎকার ওঠে, " মাইনে দিয়ে…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

কবিতা : আন্তর্জাতিক নারী দিবস।

কলমে: অমিত ঘোষ।

তারিখ: ০৮/০৩/২০২১


প্রবল উল্লাসে সোশ্যাল মিডিয়ায়

পায়েল যখন পোস্টার শেয়ারে ব্যস্ত

সেই দিন সকালে 

অমলবাবুর বাড়িতে কাজের মাসি না আসায়

চিৎকার ওঠে,

 " মাইনে দিয়ে লোক রেখে আমার লাভ কি?"

সেদিন দুপুরে খবর পাওয়া যায়

ওপাড়ার জঙ্গলে একটি মেয়ের

নগ্ন-ছিন্ন দেহ পাওয়া গেছে।

চলমান রাস্তায় শকুনের দৃষ্টির পাশ কাটিয়ে

নারী দিবসে বাড়ি ফেরার উল্লাস ওঠে।

সেদিন সন্ধ্যায়

মদ্যপ স্বামীর প্রহারে রমা বৌদি

নিশ্চুপ অসহায়।

রাত নয়টায় কয়েকজন বান্ধবীর সাথে 

রেস্টুরেন্টে মটন বিরিয়ানির তৃপ্ত রসনায়

পায়েল যখন বাড়ি ফেরে

মা সপ্তম সুরে এত রাতে বাড়ি ফেরায়

ভৎসনা করেন।

রাত বারোটায় পায়েলকে বুকে জড়িয়ে

মা বলেন - " জানিস, পাশের বাড়ির

সরমাকে শ্বশুরবাড়ির লোকেরা 

পুড়িয়ে মেরেছে।"

তখনও 

পায়েলের ফেসবুক ওয়াট্স্যাপে ম্যাসেজ ঢুকছে

"আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা"।


***