Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় সিপিআইএম-এর নির্বাচনী প্রচার

পুর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সি.পি.আই(এম) প্রার্থী মনিকা কর পাইক এর শিল্পাঞ্চল জুড়ে নির্বাচনী প্রচার।দু'দিন পরেই রাজ‍্যে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন।তার আগে শেষ মুহূর্তের প্রচারে নে…

 


পুর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সি.পি.আই(এম) প্রার্থী মনিকা কর পাইক এর শিল্পাঞ্চল জুড়ে নির্বাচনী প্রচার।

দু'দিন পরেই রাজ‍্যে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন।তার আগে শেষ মুহূর্তের প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল গুলি।

২০৯ হলদিয়া বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই।

সিপিআই(এম),তৃণমূল ও বিজেপি।

হলদিয়া বিধানসভায় সংযুক্ত মোর্চা সমর্থিত সি.পি.আই(এম) প্রার্থী কমঃ মনিকা কর পাইকের সমর্থনে হলদিয়ার বিভিন্ন এলাকায় চলছে নির্বাচনী পথসভা।

উল্লেখ্য গত ২০১১ সালে বিধানসভা ভোটে তৃনমূল কে হারিয়ে শিল্পাঞ্চলে জয় পায় বামেরা।

কিন্তু ভোটের মুখে সিপিআই(এম) এর জয়ী বিধায়ক তাপসী মন্ডল দলবদল করে বিজেপি তে গিয়েছে।

ফের তিনি এবার বিজেপির হয়ে লড়ছেন।

অন‍্যদিকে শিল্প শহরে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংযুক্ত মোর্চার সিপিআই(এম) প্রার্থী হয়েছেন শিক্ষিকা মনিকা কর পাইক।

তিনি তার প্রচারে হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক ছাটাই থেকে শুরু করে দ্রব‍্য মূল‍্যের মূল‍্যবৃদ্ধি সহ একাধিক প্রসঙ্গ তুলে ধরছেন।

হলদিয়া তে নতুন করে শিল্প কারখানা তৈরি করতে ও বেকার যুবকদের কর্মসংস্থান করতে বাংলায় জোট সরকার দরকার।

তিনি আরও বলেন আমাদের নতুন করে কিছু বলতে হচ্ছে না। মানুষ বলছে আমরা বাম আমলেই ভালো ছিলাম।

কিন্তু গত দশ বছরে কোন কাজ হয়নি।তাই আবার পুনরায় বাম সরকার চাই।

হলদিয়ার বিভিন্ন মিছিলে বাম সমর্থকরা স্লোগান তোলে

"বাঁচার মতো বাঁচতে তারা হাতুড়ি কাস্তে"

হলদিয়া শিল্পাঞ্চলে নতুন নতুন শিল্প আনতে আগামী পহলা এপ্রিল ১ নং বোতাম টিপে কমঃ মনিকা কর(পাইক) কে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।