সারাদিন ধরে নন্দীগ্রামে প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সারাদিন নির্বাচনী প্রচার করলেন বিভিন্ন এলাকায়। সকাল সাড়ে এগারোটা…
সারাদিন ধরে নন্দীগ্রামে প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সারাদিন নির্বাচনী প্রচার করলেন বিভিন্ন এলাকায়। সকাল সাড়ে এগারোটা নাগাদ ক্ষুদিরাম মোর থেকে দীর্ঘ ৮ কিলোমিটার পথ রোড শো করেন। রোড শো শেষে ঠাকুরচকে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পরে বিকেল তিনটায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াশ-২ অঞ্চলের নারায়ন চক উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় উপস্থিত ছিলেন টালিগঞ্জের তারকা-শিল্পীরা।
সংগীতশিল্পী অদিতি মুন্সি, শ্রীরাধা বন্দোপাধ্যায় সহ টলিউডের কলাকুশলীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এর আগে শিল্পীরা নিজেদের গান পরিবেশন করেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে ভোট দেওয়ার আবেদন জানান।
এরপর নন্দীগ্রাম-১ ব্লক এর আমদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীর শুভেন্দু কে আক্রমণ করেন। তিনি বলেন "আগে কাঁথি সামলাক তারপরে নন্দীগ্রাম সামলাবে"। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা এলাকায় কয়েকদিন থাকবেন। এর ফলে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা গেল বিভিন্ন সভাস্থলে।