শিরোনাম--নিয়ন আলোয়কলম--শম্পা চট্টোপাধ্যায় ৩১/০৩/২০২১
রঙ্গমঞ্চে দাপটের সাথে চলছে অভিনয় আলো আঁধারের খেলা।মিথ্যে আশ্রয়ে বেঁচে আছে কবিত্ব।
কোনো এক মুহূর্তে বিষণ্নতার সাথে কাটাতে বাধ্য হয়েছিলাম ভালোহীন ভালো নিয়ে দহন লুকানোর বৃথা চেষ্ট…
শিরোনাম--নিয়ন আলোয়
কলম--শম্পা চট্টোপাধ্যায়
৩১/০৩/২০২১
রঙ্গমঞ্চে দাপটের সাথে চলছে অভিনয় আলো আঁধারের খেলা।
মিথ্যে আশ্রয়ে বেঁচে আছে কবিত্ব।
কোনো এক মুহূর্তে বিষণ্নতার সাথে কাটাতে বাধ্য হয়েছিলাম
ভালোহীন ভালো নিয়ে
দহন লুকানোর বৃথা চেষ্টায়
তিমির অন্ধকারে ডুকরে কেঁদেছিল কবিতায় খুচরো সঞ্চয়।
ভাষাহীন অক্ষরে নির্মম ইতিহাস,
আবার মধ্যরাতের মাঝপথে নব নব কবিতার সাজে
জন্ম নেয় কবিতায় প্রজাপতি।
দুই আঙুলের মাঝে শব্দ
আমার দুচোখে আঁকে নবীন শরীর
বুকের ভেতরে গাঢ় নিঃশ্বাসে মিশে থাকা স্মৃতিগুলো
শিরায় উপশিরায় জাগায় অসুখ
নিয়ন আলোয় পাণ্ডুলিপির বুকে রচনা করি ইতিহাস,
আমার চারপাশে দীপ্যমান আগ্নিশিখায় জেগে ওঠে বসন্তের লাল পলাশ।
নব্য আয়োজনে অন্তরে তিয়াস,
নীরবে জমা অভিমানেরা ঝরে পড়ে নোনাজলে,
অলস দুপুরের ভাঁজে তখন তোমার স্বপ্নিল আদরের প্রতীক্ষারা
তোমায় ছুঁতে হাত বাড়ায় নিজ অজান্তে।