Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন*************************#শিরোনাম__মুঠোফোন#কলমে__শান্তি_দাস#তারিখ__৩১_০৩_২০২১ইং
বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সবতেই অনলাইন, ছাত্র ছাত্রীদের হাতে মুঠোফোন এখন পঠন পাঠন। যখন যেমন পরিস্থিতি তার সঙ্গে তাল মিলিয়ে, মুঠোফ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

*************************

#শিরোনাম__মুঠোফোন

#কলমে__শান্তি_দাস

#তারিখ__৩১_০৩_২০২১ইং


বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সবতেই অনলাইন, 

ছাত্র ছাত্রীদের হাতে মুঠোফোন এখন পঠন পাঠন। 

যখন যেমন পরিস্থিতি তার সঙ্গে তাল মিলিয়ে, 

মুঠোফোন এর মধ্যে ছাত্র ছাত্রীদের মন দিয়েছে বিলিয়ে। 


বইয়ের এর জায়গায় বই, হাতে ফোন কানে হেডফোন, 

বই খুঁজে কিছু বের করতে হয়না গুগল সার্চের ধুম। 

অতি সহজেই তাদের কাছে চলে আসে সবকিছু, 

বই এর পাতা না উল্টিয়ে সবাই এখন মুঠোফোনের পিছু। 


করোনা পরিস্থিতি আরও ছাত্রদের দিলো অচল, 

বইয়ের সাথে নেই সংযোগ পেয়ে যায় উত্তর সচল। 

অনলাইনে পড়াশোনা অনলাইনে চলে ক্লাশ এখন, 

যুগ পাল্টে ছাত্র ছাত্রীদের পাঠেও মন এখন যেমন।


মুঠোফোন ছাত্রদের জন্য যেমন তোমার আমার মাঝে ও তাই, 

দুরদুরান্তে যেই থাকুক তবুও অনেক কাছে পাই। 

মুঠোফোন হাতে মানে যা চাই তাই পাই হাতের কাছে, 

তবে ছাত্র ছাত্রীদের ভালো দিক যেমন খারাপ ও আছে। 


বিজ্ঞান প্রযুক্তি আজ আমাদের জগৎটা নিয়ে এসেছে কাছে, 

ভবিষ্যতে সবটাই হয়ে যেতে পারে এই মুঠোফোন এর মাঝে। 

অনলাইন পরীক্ষা ও হচ্ছে এই মুঠোফোন দিয়ে, 

খারাপ কিছু গ্রহণ না করলে উন্নতির শিখরে পৌঁছবে গিয়ে।