তুমি যখন অনির্বাণ মুখোপাধ্যায় ১৬/০৩/২০২১-----------------তুমি যখন শীতল জলে করতে নামো স্নান--আমি তখন ছলাৎ জলে পাতি আমার কান। তুমি যখন সাঁতার কাটো সরোদে আমজাদ--আমি তখন করছি লেহন অমৃতেরই স্বাদ। তুমি যখন ডুব সাঁতারে জাকির জেগে ওঠে--হ…
তুমি যখন
অনির্বাণ মুখোপাধ্যায়
১৬/০৩/২০২১
-----------------
তুমি যখন শীতল জলে
করতে নামো স্নান--
আমি তখন ছলাৎ জলে
পাতি আমার কান।
তুমি যখন সাঁতার কাটো
সরোদে আমজাদ--
আমি তখন করছি লেহন
অমৃতেরই স্বাদ।
তুমি যখন ডুব সাঁতারে
জাকির জেগে ওঠে--
হঠাৎ করে প্রথম আলোয়
গোলাপ হয়ে ফোটে।
তুমি যখন সিক্ত বসন
ভিজে এলোকেশী--
রবিশঙ্কর সেতার বাজায়
বড্ড যেন বেশি।
তুমি যখন মুচকি হেসে
ঘাটেতে পা রাখো--
মকবুলের তুলি বলে
অমনি করেই থাকো।
তুমি যখন উদাস হয়ে
ঘরের পানে যাও--
আকুল আমার পরাণ বলে
পিছন ফিরে চাও।