Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#বিদায়লগ্নে
সবেমাত্র কলেজ থেকে বেরিয়েছি হাতে এসেছে একটি এপয়েন্টমেন্ট লেটার ডাক এসেছে দিল্লী যাওয়ার ; তোমার কাছ থেকে বিদায় নেওয়ার পালা কার্তিকের শেষ সন্ধ্যায় তোমার জন্মদিন সাথে ছিল একগুচ্ছ রজনীগন্ধা তোমার পচ্ছন্দের ফুল কাঁদোকাঁদো ম…

 


#বিদায়লগ্নে


সবেমাত্র কলেজ থেকে বেরিয়েছি 

হাতে এসেছে একটি এপয়েন্টমেন্ট লেটার 

ডাক এসেছে দিল্লী যাওয়ার ; 

তোমার কাছ থেকে বিদায় নেওয়ার পালা 

কার্তিকের শেষ সন্ধ্যায় তোমার জন্মদিন 

সাথে ছিল একগুচ্ছ রজনীগন্ধা 

তোমার পচ্ছন্দের ফুল 

কাঁদোকাঁদো মুখে হাসি ফোটানোর অভিনয় 

অতিথির সমারোহ , তবুও তুমি একা 

বেলুনের হাততালিতে কেকের বুকে ছুরি ।


ঝুলন্ত চাঁদকে সাক্ষী রেখে 

পিঠেপিঠি নিথর দুটি ছায়ার নীরব অশ্রুধারা 

কথাহীন সময়ে চুলের মাতাল গন্ধ 

ঘনঘন নিশ্বাসে বেজেছিল বিদায়ের ঘন্টা ;

মেঘেদের আনাগোনা , সব তারাগুলো জেগেছিল 

সারাটা রাত আকাশ কেঁদেছিল 

শিশির অশ্রুতে ভেজা স্পন্দনহীন দুটি দেহ ।


ফিরে আসার জন্যেই ফিরে আসা 

চলমান জীবনে মৃদুপায়ে পথ চলা 

সময় ভাবেনি তখনও , এটাই হয়ত শেষ বিদায় ।।


                                  #সৈয়দ সওকাত হোসেন