Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#বিভাগ_কবিতা#শিরোনাম_বহ্নিশিখা#লিখনে_বীরেন_আচার্য্য#৮ই_মার্চ_২০২১
বহ্নিশিখা -----------নারী ! তুমি মহীয়সী ! তোমার ভালোবাসার নীলাকাশে সূর্য ওঠে প্রতিদিন নিয়ম করে, বলাকারা পাখনা মেলে -সোনা রোদ্দুর মেখে প্রেমের অমৃতধারায় বয়ে নিয়ে যায়…

 


#বিভাগ_কবিতা

#শিরোনাম_বহ্নিশিখা

#লিখনে_বীরেন_আচার্য্য

#৮ই_মার্চ_২০২১


বহ্নিশিখা 

-----------

নারী ! তুমি মহীয়সী ! 

তোমার ভালোবাসার নীলাকাশে সূর্য ওঠে 

প্রতিদিন নিয়ম করে, বলাকারা পাখনা মেলে -

সোনা রোদ্দুর মেখে প্রেমের অমৃতধারায় বয়ে নিয়ে যায়

বার্তা কখনো বাৎসল‍্যের প্রশান্ত মহাসাগর হতে ; 

কখনো বা প্রেমের অনুরাগে হৃদয়ের নিধুবন হতে। 

তুমি সেই নারী ! তুমি জননী! তুমি জায়া! তুমি কন‍্যা! 

এক আকাশ তোমার ভালোবাসা , 

তোমার স্নেহের ফল্গু চিরকাল অন্তঃসলিলা - 

তুমিই তো সেই অপালা,বিশ্ববারা, মৈত্রেয়ী,অরুন্ধতী; 

সেই তুমিই সুজাতা,সুপ্রিয়া,সংঘমিত্রা; তুমি বিনা-

'.....মিথ‍্যা হ'ত সন্ধ‍্যাতারা ওঠা 

মিথ‍্যা হ'ত কাননে ফুল ফোটা ।

তোমার সেই আলোকোজ্জ্বল ইতিহাস 

আজ যুগের অন্ধকারে ঢাকা, দু চোখ বেয়ে ঝরে 

অশ্রু মন্দাকিনী আদর্শহীন পুরুষত্বে ;

ভোগ সর্বস্ব সমাজের বিলাস শয‍্যায় তুমি ভোগ‍্যপন‍্য-

তোমার সর্বংসহা বুকে লেখা হয় করুণ কাহিনী 

ভেসে যায় সম্পর্কের বেড়াজাল ; নারীমুক্তির শ্লোগানে

শুধুই স্বার্থতৃপ্তির ঝংকারে আত্মতৃপ্তির সান্ত্বনা-

' জাগো নারী, জাগো বহ্নিশিখা ' ।


         ------------×------------