Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

নারীর আগামী ইতিহাস
পৃথিবীর ইতিহাস থেকে তুলে আনা হলো কফিনে মোড়া নগর বন্দী রমণীদের,এজলসের লাইনে নয় এথেন্সের সভাঘরে জড়ো করা হল এক একটি কফিন, টাইম মেশিন এর ওপর দাঁড়িয়ে কফিনের মধ্যে থেকে একের পর এক নারীকে জাগিয়ে তুলবেন আমার প্রিয…

 


নারীর আগামী ইতিহাস


পৃথিবীর ইতিহাস থেকে তুলে আনা হলো কফিনে মোড়া নগর বন্দী রমণীদের,

এজলসের লাইনে নয় এথেন্সের সভাঘরে জড়ো করা হল এক একটি কফিন, 

টাইম মেশিন এর ওপর দাঁড়িয়ে কফিনের মধ্যে থেকে একের পর এক নারীকে জাগিয়ে তুলবেন আমার প্রিয় সব্যসাচী,

একজোড়া জীবন্ত পুরুষের চোখ আর নিস্তব্ধ সভাঘর,

অদৃশ্য এক নারী কন্ঠ বলে উঠল, সভা শুরু হোক..!

প্রথমেই যাকে আনা হলো তিনি মিশরীয় রানী ক্লিওপেট্রা,

যে রানীর রণকৌশলের কাছে মাথানত করেছিল তখনকার বহু রাজকীয় পুরুষত্ব,

তুলে আনা হলো গ্রিসের সুন্দরীদের মধ্যে সর্বোত্তম সৌন্দর্যের অধিকারিনী কে,

যারা আলোক দৃষ্টিতে সভাঘর তখন আলোকিত,

আনা হলো কালো আফ্রিকার উইনিকে, যিনি স্বামীর বিপ্লবের কথা ছড়িয়ে দিয়েছিলেন পাঁচটি মহাদেশ,

সারি দেওয়া কফিন গুলোর মধ্য থেকে একটি কফিন খুলে উঠে দাঁড়ালেন প্রিন্সেস ডায়না,

যিনি ষড়যন্ত্রের শিকার হয়ে হারিয়ে গিয়েছিলেন ইতিহাসের অতলে,

সভা ঘরের এক কোনায় জ্বলে উঠলো জোহর,

জ্বলন্ত কুন্ডু থেকে উঠে এলো পদ্মাবতী সহ কয়েকশো স্ত্রী,

জ্বলন্ত চিতা থেকে নেমে এলেন একের পর এক স্বামীর সঙ্গে পুড়ে মরার সতী,

সভা ঘরের পূর্বকোণ থেকে গুলিবিদ্ধ মাতঙ্গিনী হাজরা বলে উঠলেন, 'বন্দেমাতরাম্

বিকট শব্দে কয়েকটি টুকরো এসে পৌঁছালো সভা ঘরে তারা জড়ো হয়ে বলে উঠলো স্পেস শাটেল কলম্বিয়া ফ্লাইট STS-107 কল্পনা চাওলা।

দূর থেকে ধীর গতিতে হেঁটে আসছেন রবীন্দ্রনাথের নতুন বৌঠান কন্ঠে রবীন্দ্র কবিতা,

" যাবার সময় হল বিহঙ্গের

  এক্ষুনি কুলায় রিক্ত হবে

   স্তব্ধ গিতী ভ্রষ্ট নীড়

পড়িবে ধূলায় অরন্যের"

সর্বশেষ কফিন থেকে উঠে এলেন নিবেদিতা জয়চ্ছ্বাস ওঠে সারা আকাশে,

"Behold it comes in might,

The power that is not power,

The light that is in darkness,

the shade in dazzling light."

"হের ঐ আসে মহাবেগ 

শক্তি, তবু সে শক্তি নয় ,

যে আলো আঁধারের মাঝে 

ছায়া সব উজ্জল আলোকে"।

শত সহস্র যুগ পার করে ভরা সভার কাজ এগিয়ে চলেছে,

একজোড়া জীবন্ত চোখ জড়ো করছে পান্ডুলিপির অক্ষর, আর সেই চোখের জ্যোতি থেকে জন্ম নিচ্ছে লক্ষ-কোটি জ্যোতিষ্ক যার বিচ্ছুরণে লেখা হবে নারীর আগামী ইতিহাস।

----- রাণু গুহ।

  8/3/2021