#বিভাগ_গদ্যকবিতা #শিরোনাম_বসন্ত_বিলাপ#লিখনে_বীরেন_আচার্য্য #২৩শে_মার্চ_২০২১
বসন্ত বিলাপ ---------------সোনা দিয়ে মুড়ে দেবে কথার ইস্তেহারে ,দেওয়াল শুধু রঙ মাখে-মনের দেওয়ালে বসন্ত ফিকে;পেশাদারী থিয়েটার রাস্তায় গলা ফাটায় - বোকা দর্শ…
#বিভাগ_গদ্যকবিতা
#শিরোনাম_বসন্ত_বিলাপ
#লিখনে_বীরেন_আচার্য্য
#২৩শে_মার্চ_২০২১
বসন্ত বিলাপ
---------------
সোনা দিয়ে মুড়ে দেবে কথার ইস্তেহারে ,
দেওয়াল শুধু রঙ মাখে-মনের দেওয়ালে বসন্ত ফিকে;
পেশাদারী থিয়েটার রাস্তায় গলা ফাটায় -
বোকা দর্শকের ভাবলেশহীন হাততালি চতুর অভিনয়ে।
মরা নদী দুকূল ছাপিয়ে বয়ে যায়
শুধু প্লাবিত হয় না মনের সমতল ভূমি -
প্রতিশ্রুতি আসে, ফিরেও যায় আবার মুচকি হেসে ;
অনাহারী যৌবনকে চুমু খায় অবৈধ প্রেমিক ।
ডাকাতি হয় আনকোরা যৌবনে নিত্যদিন,
অন্ধ বাতাসীও মা হয় গণতান্ত্রিক প্রেমের জোয়ারে;
দেশপ্রেম খেলা করে রঙ মেখে সঙ সেজে
অনাসৃষ্টির আদিম চিৎকার "খেলা হবে,খেলা হবে "।
অহল্যা গণতন্ত্র আজন্ম যোনী চিহ্নে চির লজ্জায়,
শাপ মুক্তির কি নিদারুণ অপলাপ,
রণাঙ্গনে চক্রব্যুহে অসহায় মানবতা-
শুধু ছটফট করে- নিঃসরণের রাস্তা নাহি জানে।
রক্ত ঝরে ধারায় ধারায় সহোদরের বুকে,
তবু বাঁধতে পারে না এলোচুল শোকার্ত গান্ধারী;
শকুনির পাশায় দ্রৌপদীর কাপড় খোলে প্রকাশ্যে -
শুধু রাজা সাজার বিসমিল্লাহে বসন্ত বিলাপ ।
-------------×-----------