Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা বিভাগতপনকুমার বন্দ্যোপাধ্যায় ২৪/০৩/২০২১১০ই চৈত্র ১৪২৭
কোজাগরী রাত
তোমার সৌজন্যে প্রাপ্ত উপহারগুলোএখনও জাজ্বল্যমান অন্তর দুয়ারে।
মাঝেমাঝে বের করে ধোয়ামোছা সারে,স্বনির্ভর প্রকল্পের আওতায় থেকেরাজ্যজুড়ে উন্নয়ন অভীপ্সায় হাঁটে।
গন্ধে…

 


কবিতা বিভাগ

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

২৪/০৩/২০২১

১০ই চৈত্র ১৪২৭


কোজাগরী রাত


তোমার সৌজন্যে প্রাপ্ত উপহারগুলো

এখনও জাজ্বল্যমান অন্তর দুয়ারে।


মাঝেমাঝে বের করে ধোয়ামোছা সারে,

স্বনির্ভর প্রকল্পের আওতায় থেকে

রাজ্যজুড়ে উন্নয়ন অভীপ্সায় হাঁটে।


গন্ধে বহে চিরকাল হাজার সুবাস।

পোক্ত নয় পোক্ত নয় আমার আবাস।।


তবু কীর্তনাঙ্গী গানে অনন্ত আহ্লাদ

কুয়াশা ঘুচিয়ে আনে কোজাগরী রাত।।


কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়