#মুখ_যখন_বিমুখ ---- স্নেহাশিস পালিত ২৫-০৩-২০২১
বোবার ব্যথা অনুভব করেছ?সব দুঃখ, যন্ত্রণা, হতাশা বুকে ধরে,অনুভব করে প্রকৃতির কোমল রূপ,রুক্ষতা তাকে নাড়া দেয়।
অনেক অভাব সে বুকে জমা করে রাখে,অভিযোগ জানাতে পারে না কাউকে!প্রতিবাদের ভাষা …
#মুখ_যখন_বিমুখ
---- স্নেহাশিস পালিত
২৫-০৩-২০২১
বোবার ব্যথা অনুভব করেছ?
সব দুঃখ, যন্ত্রণা, হতাশা বুকে ধরে,
অনুভব করে প্রকৃতির কোমল রূপ,
রুক্ষতা তাকে নাড়া দেয়।
অনেক অভাব সে বুকে জমা করে রাখে,
অভিযোগ জানাতে পারে না কাউকে!
প্রতিবাদের ভাষা ব্যাপ্ত হয় -
গভীর উত্তপ্ত নিঃশ্বাসের মাঝে!
ঈশ্বর প্রতিবাদের সুস্পষ্ট ভাষা দেয়নি,
দিয়েছে একরাশ যন্ত্রণা, গভীর অনুভূতি,
অন্তঃসারশূন্য অর্থহীন গোঁঙানি...
সবার অলক্ষ্যে অশ্রুর নিঃশব্দপাত!
সুস্থ মানুষ ব্যাঙ্গ করে, করুণা করে!
কেউ কেউ দুর্বলতার সুযোগ খোঁজে...
ঈশ্বরের হাজার সৃষ্টির মাঝে -
সে যেন এক জঞ্জাল, কোনও দাম নেই!
বিপুল এ বিশ্বে তার অনধিকার প্রবেশ,
যেন তার জীবনীশক্তি মূল্যহীন!
অন্যায়, অবিচার, অত্যাচারে ন্যুব্জ হয়ে -
প্রতিবাদ করে বোবা কান্নায়।
ইশারায় কিছু বোঝাতে চায় ঠারে ঠোরে,
বলতে চায় মনের কিছু কথা, কিন্তু...
ইঙ্গিতে ভাষা দেওয়ার অন্তহীন প্রয়াস -
ব্যর্থ হয়, বিদগ্ধ মানুষের নির্বুদ্ধিতায়।
স্থান --সিপাইবাজার, পশ্চিম মেদিনীপুর/২৫-০৩-২০১৬
স্বত্ব সংরক্ষিত@স্নেহাশিস পালিত