বিভাগ–কবিতা
শিরোনাম–মেয়ে তুমি
কলমে–সাবিনা লুনা
তারিখ–২৫/০৩/২০২১ ইং.
মেয়ে তুমি মৃত্তিকা হয়ে ওঠোমৃত্তিকার মতো জরাজীর্ণ,কলুষতা,কুসংস্কারের শব গুলো মাটিচাপা দিয়ে লোকালয়ের ভারসাম্য হয়ে ওঠো ভারী বোঝা বহন করেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখোম…
বিভাগ–কবিতা
শিরোনাম–মেয়ে তুমি
কলমে–সাবিনা লুনা
তারিখ–২৫/০৩/২০২১ ইং.
মেয়ে তুমি মৃত্তিকা হয়ে ওঠো
মৃত্তিকার মতো জরাজীর্ণ,কলুষতা,কুসংস্কারের শব গুলো মাটিচাপা দিয়ে লোকালয়ের ভারসাম্য হয়ে ওঠো
ভারী বোঝা বহন করেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখো
মৃত্তিকা একই অবস্থানে,মিষ্টি,টক,তিতা,লবনাক্ত ফলায়
প্রয়োজনে তুমিও তাই করো
মেয়ে তুমি মৃত্তিকা হয়ে বাঁচো।
মেয়ে তুমি ধরণী হয়ে ওঠো
ধরণী নিজেকে বাঁচাতে সূর্য,চাঁদে গ্রহণ আনে
ভূমিকম্পে নিজের শক্তি জানান দেয়
অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ
তেমনি নিরাপদ আবাসস্থল হিসাবে ধরে রাখে নিজেকে
তুমি তেমনি হও প্রয়োজনে
মেয়ে তুমি ধরণী হয়ে বাঁচো।
মেয়ে তুমি বৃক্ষ হয়ে ওঠো
গাছ তার কান্ডের কোঠরে সাপ,বিচ্ছু,বিষাক্ত পোকা গুলোকে ঠাঁই দিয়ে রাখে পরম মমতায়
তেমনই শাখায় ফোটায় পাতা,ফুল,ফল
ছায়া দিয়ে শীতল করে রাখে কোল, আশ্রয় হয় ক্লান্ত লোকালয়ে।
অক্সিজেন বিলিয়ে বেঁচে থাকার রসদ জুগিয়ে চলে
ভেতরে কার্বন ডাই অক্সাইড ধারণ করে
প্রয়োজনে তুমিও তাই করো
মেয়ে তুমি বৃক্ষ হয়ে বাঁচো।
মেয়ে তুমি অরণ্য হয়ে ওঠো
অরণ্য তার আবাসে হিংস্র বাঘ,সিংহ, হায়েনা মতো হিংস্র পশুদের যেমন নিরাপদ আবাস।
হরিণ,বানর,নিরীহ পশুদেরও আগলে রাখে নিরাপদ আশ্রয়ে।
উন্মাদ ঘুর্ণিঝড়,প্রবল জলোচ্ছ্বাসে ঢাল হয়ে দাঁড়ায় অস্তিত্বের লড়াইয়ে।
তুমিও তেমনি হও প্রয়োজনে
মেয়ে তুমি অরণ্য হয়ে ওঠো।
মেয়ে তুমি সূর্য হয়ে ওঠো
সূর্য যেমন প্রভাতে সিন্ধ কিরণময়
দুপুরে তেজীয়ান,বিকেলে ঝলসানো ধরণীর
কোমল কিরণে হয়ে উঠে দৃশ্যমান
রজনীতে আলো দিয়ে চাঁদের অস্তিত্ব বাঁচিয়ে রাখে।
প্রয়োজনে তুমিও তাই করো
মেয়ে তুমি সূর্য হয়ে বাঁচো।
মেয়ে তুমি চাঁদ হয়ে ওঠো
চাঁদ যেমন অমাবস্যায় নিজেকে বিলীন করে
আলো খুঁজতে থাকে,নিজেকে সত্তা বাঁচাতে
পূর্ণিমায় কোমলতার আলোক বিন্দুতে নিজেকে টিকিয়ে রাখে
তুমিও তেমনি হও প্রয়োজনে
মেয়ে তুমি চাঁদ হয়ে বাঁচো।