শিরোনাম:বধূ কলমে-বন্দনা পাত্র তারিখ:১৭|০২|২০২১
গৃহের ভিতর জেলবন্দীকেমন রে ঐ জলকেলি? হাত বন্ধ পায়ে শিকল---,কেমন করে দরজা খুলি?সাহিত্য সভায় ডাকছে ওরা জলকেলিতে ডুবেই মরা।ওরে বধূ ফেলিস না জল চোখ টিপে ধর মনের বল, আনরে সভা মনের ভিতর লাই…
শিরোনাম:বধূ
কলমে-বন্দনা পাত্র
তারিখ:১৭|০২|২০২১
গৃহের ভিতর জেলবন্দী
কেমন রে ঐ জলকেলি?
হাত বন্ধ পায়ে শিকল---,
কেমন করে দরজা খুলি?
সাহিত্য সভায় ডাকছে ওরা
জলকেলিতে ডুবেই মরা।
ওরে বধূ ফেলিস না জল
চোখ টিপে ধর মনের বল,
আনরে সভা মনের ভিতর
লাইভ আছে অনুষ্ঠানের--।
কেন দিবি চৌকাঠে পা-
বসন্তের নকশা তুলে
কাঁথা বুনিস নীরবতায়
নিষেধ শুনে সব যা ভুলে
কান্নাগুলো দে না ছুঁড়ে---
জেলখানার ঐ বন্দী ঘরে।
নেটটা খুলে রাখনা রে তুই
যখন তখন কবিতা ছুঁই--।
বধূর কেন এমন দশা
বছর বছর বন্দীদশা
দুনিয়া বদলে গেছে--
বদলায়নি বধূর দশ দশা।।