Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

আমার কবিতা "রক্তের রং কালো"অমল কুমার ব্যানার্জী17/03/2021(লেখা- 2/03/2021)------------------------------------------------------------রক্তের রং কালো, বহু যুগ ধরে,ফিনকি দিয়ে রক্ত কি বের হয়?বিন্দু বিন্দু কালো গাড় রক্ত-সিন…

 


আমার কবিতা 

"রক্তের রং কালো"

অমল কুমার ব্যানার্জী

17/03/2021

(লেখা- 2/03/2021)

------------------------------------------------------------

রক্তের রং কালো, বহু যুগ ধরে,

ফিনকি দিয়ে রক্ত কি বের হয়?

বিন্দু বিন্দু কালো গাড় রক্ত-

সিন্ধু তৈরী করে সমাজের বুকে।


রক্ত চাই রক্ত চাই, রক্ত তুই কালো,

উৎস্বর্গ রক্ত তুই জীবনের প্রথম পরিচয়ে। 

মাতৃগর্ভে চিৎকার, রক্ত চাই রক্ত চাই,

শ্লোগান ইস্তাহারে বিপ্লব বিদ্রোহ করে -

মাতৃগর্ভে সে যে।


উলঙ্গ বিদ্রোহ ভূমিষ্ঠ হয় কালো রক্তের মাঝে। 

হাজারো মিছিলের মাঝে শ্লোগানে শ্লোগানে -

মিলেমিশে একাকার কালো রক্তের স্রোত। 

লিখে চলি ইতিহাস ইতিকথা কালো অক্ষরে।


কলমের কালি নয়, কালো রক্তে ইস্তাহার লিখি,

সমাজের প্রহসনে যতো, কালো রক্তের দাগ।

দর্শক আমি দর্পণ আমি, প্রতিবিম্ব আমার কলম,

আমি তার রক্ত মাখা লেখা জীবনের প্রথম পাতায়।


আত্মগ্লানী মাঝে, আত্মঘাতী বোমার হামলায়,

আমি শুধু চেয়ে চেয়ে দেখি, ঐ বুঝি দিন বদলায়। 


অমল কুমার ব্যানার্জী

Copyright reserved 

03/03/2021