Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা17/03/2021
সপ্তসুর 
শিবাজী  সান্যাল
যেদিন প্রথম দেখি তোমাকে হাজার আতসবাজি ছেয়েছিল আকাশেসৌন্দর্যের প্রতিমা তুমি         সমস্ত কল্পনা হয়েছিল মূর্ত সন্মুখে । 
তারপর বারবার নানা অজুহাতে এসেছি তোমার কাছেপ্রতিবার তুমি কাটিয়ে আমাকে সরে…

 


কবিতা

17/03/2021


সপ্তসুর 


শিবাজী  সান্যাল


যেদিন প্রথম দেখি তোমাকে 

হাজার আতসবাজি ছেয়েছিল আকাশে

সৌন্দর্যের প্রতিমা তুমি

         সমস্ত কল্পনা হয়েছিল মূর্ত সন্মুখে । 


তারপর বারবার নানা অজুহাতে এসেছি তোমার কাছে

প্রতিবার তুমি কাটিয়ে আমাকে সরে গেছ অন্যত্র 

দিনের শ্রেষ্ঠ গোলাপ নিয়ে গিয়েছি তোমার কাছে

তুমি দেখেও ফিরিয়েছ মুখ, ইচ্ছে করে , অন্যদিকে  

একদিন হন্যে হয়ে খুঁজে শেষে পেলাম তোমাকে লাইব্রেরিতে

একবারও তুললে না তুমি মুখ বইয়ের পাতা থেকে। 

তোমাকে অনুসরণ করে হেঁটেছি দীর্ঘ পথ সব বলব বলে

হয়নি বলা , তুমি একসময় হারিয়ে গেছ মানুষের  ভিড়ে। 


তিনদিন হয়নি দেখা , আসিনি কলেজে , জ্বর ছিল শরীরে

আজও দুর্বল , বসে আছি বাগানের এক কোণে, একান্তে

তুমি এসে বসলে পাশে, স্বপ্নের মত, কপালে রাখলে হাত

বললে, “ কেমন আছ? তিনদিন আমার কেটেছে অস্থিরতায়

তোমাকে দেখিনি বলে। কেন বারবার আসো কাছে ?

                         কি আছে আমাতে ? ”

বললাম, “ সত্যিই জানিনা ,এ এক দুর্বার আকর্ষণ 

মনে হয় তোমাতেই আছে আমার সমস্ত প্রাণ 

              যা কিছু কল্পনা , ভালবাসার বৃন্দাবন ।  ”


তোমার লজ্জানত মুখের হাসিতে বাজল মৃদঙ্গের সপ্তসুর

বসন্ত পলাশে ছেয়ে গেল চারদিক আনন্দ উৎসবে।