Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা ঃ ২৯-০৩-২০২১|শিরোনাম ঃ ধরা পড়ে গেছ ৷সৃজনে ঃ গোপেশ রায় ৷
ধরা পড়ে গেছ বলেই এতো মেঘরোদ খেলা কী আছে তোমার মনে কী নাই ভাবি তাই  , অজস্র জলের ফেনা উছলায়,  মিশে যায় আবার ফিরে আসে  ওই জলে —,
তোমার আদুরে চোখ তোলা,  ঠোঁট খসা কথা বলা সব…

 


কবিতা ঃ ২৯-০৩-২০২১|

শিরোনাম ঃ ধরা পড়ে গেছ ৷

সৃজনে ঃ গোপেশ রায় ৷


ধরা পড়ে গেছ বলেই এতো মেঘরোদ খেলা 

কী আছে তোমার মনে কী নাই ভাবি তাই  , 

অজস্র জলের ফেনা উছলায়,  মিশে যায় আবার ফিরে আসে  ওই জলে —,


তোমার আদুরে চোখ তোলা,  ঠোঁট খসা কথা বলা 

সবট সেরে নিলে তাড়াতাড়ি এইবেলা হব অবেলা ৷


জীবনতো জীবনকেই বোঝে অন্যকিছু নয় আজ 

শুধু বলো কোথায় এসেছো যাবেই বা কোথায়,

আমাদের গৃহহারা নাবিকের মন খেলে জল খেলা

ঢেউ ওঠে  মুছে দেয় সব কলঙ্ক কথা নাব্য হয়  নদী 

পুরাতন প্রেমের কথা ফেলে কর দেখি নতুনের সাজ ৷


আত্মমগ্ন কথাগুলি উঠে আর নামে ছন্দনীড় তানবেলা ....


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব ৷ ভারতবর্ষ ৷ ২৯-০৩-২০২১ |