Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#বিভাগ_কবিতা #শিরোনাম_সে_কি_শুধুই_যাতনাময় ?#লিখনে_বীরেন_আচার্য্য #২৮শে_মার্চ_২০২১
সে কি শুধুই যাতনাময় --------------------------------এই মেয়ে ! জানিস্ ভালোবাসা কারে কয় ?অবাক চোখে সে তাকায় - জানিস্ পাই নি দেখা তার আজও; এমন কাউকে পে…

 


#বিভাগ_কবিতা 

#শিরোনাম_সে_কি_শুধুই_যাতনাময় ?

#লিখনে_বীরেন_আচার্য্য 

#২৮শে_মার্চ_২০২১


সে কি শুধুই যাতনাময় 

--------------------------------

এই মেয়ে ! জানিস্ ভালোবাসা কারে কয় ?

অবাক চোখে সে তাকায় - 

জানিস্ পাই নি দেখা তার আজও; 

এমন কাউকে পেলাম না 

যে বলে দেবে ভালোবাসার সঠিক মানে - 

লিখবো একটা কবিতা । 

হাসলো সে বড় দুঃখের হাসি - 

কবি গো ! আজও আছি অপেক্ষায় ; 

লাস্ট ট্রেনটা প্রতিদিন চলে যায় 

আমার বাড়ির পাশ দিয়ে ওই নীলিমা ছুঁয়ে ; 

মনের সদর দরজাটা তো খোলাই রেখেছি , 

পেটের মধ‍্যে আর একটা প্রাণ - নড়ে চড়ে , 

জানি না - আমি জানি না কি হবে তার নাম ।


******************************************

ছিটে বেড়ার দাওয়ায় বসে 

পঁচিশের সধবা যৌবন কোলে করে ; 

ঘরেতে ঢাকা ভাত - 

তৃতীয় প্রহরে পেঁচা ডাকে নিম গাছে , 

স্বামী সোহাগে কপালটা ফুলে 

পিঠে কালসিটে দাগ , তবুও অপেক্ষায় -

মাতাল মরদটা ফিরবে ঘরে পরকিয়া সেরে । 

ভালোবাসার কথা বলতেই 

আঁচলটা সরিয়ে দেখালো সে দাগ ; 

বল্লো ওগো কবি ! " দেখো তো চিনতে পারো কি না- 

এগুলো সব ভালোবাসার দাগ কিনা " ?


*******************************************

বাতাসীর মা আজও কাঁদে , 

জিজ্ঞেস করতেই হাউমাউ করে উঠলো বুড়ি ; 

ঝুপড়ির ভিতর থেকে টেনে বের করলো 

একটা ভাঙা টিনের বাক্স ;

বল্লো - " দ‍্যাখ্ কবি বাবু দ‍্যাখ্ ! পনেরো 'শ টাকা - 

আমার বাতাসীকে বিক্রি করার টাকা , 

মিনসে গুঁজে দিয়েছে হাতে ।

ভিক্ষে করি তবু করি নি খরচ এক টাকাও -

ও যে আমার বাতাসীর কান্না , 

রোজ রাতে শুনি আমার বাতাসীর কান্না -

" মা রে - মা ! রোজ রাতে ছিঁড়ে খায় শকুনের দল 

রোজ রাতে বসে বাসর ! কোথায় তুই " ? 

কবি বাবু ! ভালোবাসা কি রোজ রাতে কাঁদায় ? 


********************************************

রাতের আঁধারে একুশের লতা 

ডবকা সুন্দরী - পাঁচিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে ,

রোজ রাতে এমনি করেই দাঁড়ায় ; 

সবাই বলে নষ্টা , ঈশারায় ডাকে - 

এ কবি বাবু ! ভালোবাসা খুঁজছিস্ ? 

এই আঁচলের তলায় আছে সে , দেখবি কবিবাবু ? 

শুধু টাকা দিবি - সবাই দেয় , সবাই নেয় -

ইচ্ছামত নেয় সারা রাত-  তারপর ...…

নেতিয়ে পড়ে ভালবাসা , 

ভোর হলে মুখ মুছে চলে যায় সব ভদ্দরলোক । 

আয় না কবিবাবু ! আয় - 

আমার সারা দেহে লেখ্ তোর কবিতাখানা ; 

টাকায় বিকোনো ভালোবাসার কবিতা …..

সৃষ্টির গোমুখ হতে উপচে পড়ে শুধু ঘৃণা।


***************************************

কলম আমার যন্ত্রায় কাঁদে - 

হাজারো অবজ্ঞা, সীমাহীন ঘৃণার মাঝেও 

সমাজের আনাচে কানাচে আমি শুধু

খুঁজে বেড়াই ভালোবাসার শব্দ - 

ব‍্যর্থ অপেক্ষা , গর্ভযন্ত্রণা , আত্মজের বলিদান 

পাপের হাতছানি - লতার চোখে জল - 

এ সবগুলো দিয়েও তো পাই না ভালোবাসা ; 

"তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ,ভালোবাসা - সখী ! ভালোবাসা কারে কয়! সে কি শুধুই যাতনাময় , 

সে কি শুধুই চোখের জল .... " ।


     ****************×*******************