Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

২২-৩-২০২১
.          •ব্যর্থ কবি~প্রেমিক হতে চায়•                      অজয় কুমার দত্তথাকতো যদি নিজের একটি বাতাসদেয়াল ঘর সেই ঘরেতে বসতো ঘিরে প্রেমিকার আসর শুয়ে থাকতাম সবুজ ঘাসে বুননো কার্পেটে আর দেখতাম মেঘ মেয়েরা যাচ্ছে হেঁটে হেঁটে…

 


২২-৩-২০২১


.          •ব্যর্থ কবি~প্রেমিক হতে চায়•

                      অজয় কুমার দত্ত

     

থাকতো যদি নিজের একটি বাতাসদেয়াল ঘর 

সেই ঘরেতে বসতো ঘিরে প্রেমিকার আসর 

শুয়ে থাকতাম সবুজ ঘাসে বুননো কার্পেটে 

আর দেখতাম মেঘ মেয়েরা যাচ্ছে হেঁটে হেঁটে! 


হিমের মোতি গাঁথা মালায় শ্রীরাধা হৈমকন্যা       কৃষ্ণবাঁশিতে নিশীথে প্রভাতে নৃত্যে অনন্যা~ 

হলুদপাখি সবুজপাখি সবাই ওরা আসতো 

আর উড়ে উড়ে আমার প্রেমিকা শ্রীরাধার গায়ে বসতো!


বান্ধবীফুল মুখটি বাড়িয়ে মুক্তোঝরানো হেসে 

আদর করতো জড়িয়ে ধরে আনমনে ভালোবেসে

প্রজাপতি আর ভ্রমরগুলো বড়োই যে চঞ্চল

কি মধুর লোভে আর কিসের যে মোহে গুঞ্জনে কোলাহল!   


এরা সব্বাই আমার প্রেমিকা হিংসে করো না যেন!

একা কৃষ্ণের হাজার গোপিনী গল্প শোনো নি এখনো?

আবার কখনো জ্যোছনা মেয়ের প্রণয়ে বাজাই বাঁশি

এদের সাথে গল্পেই কাটে সারাদিন ভোর নিশি!


ওদের সে গানে মুরলীর তানে আমি দিই উত্তর 

গল্প ও গান, গান আর তান বইতো নিরন্তর।  

তোমরা হলে হয়তো ক’লাইন কবিতাই লিখে ফেলতে

নকল কৃষ্ণ সেজে আমি লজ্জাই পাই বলতে। 


কবিতা মোটে খেলে না মাথায় বাঁশিই আমার লেখনী

বাঁশিতেই আমি তুলে যাই শুধু প্রিয় রাগ আর রাগিণী 

পিলু বিলাবল কামোদ হিন্দোল অথবা ইমনকল্যাণ

সাহানা আহির ভৈরবী আর পরমেশ্বরী তান। 


মালকোষ বা রাগ বসন্ত কখনো ললিতাগৌরী

ঝিঁঝিট খাম্বাজ জয়জয়ন্তী ঠুংরী পূরবী গুর্জরী

ছায়ানট রাগে বাহারে বেহাগে প্রিয়দর্শিনী আসে

আমার বাঁশীর ধুন ঘোরেফেরে ললিত পাহাড়ি দেশে!


মিশ্র ভূপালী করে গলাগলি দাদরার তালে তালে

রাগিণী কানাড়া ঝম্পক ছাড়া বাঁশির দোলায়  দোলে। 

বাগেশ্রী আর শিবরঞ্জনী শুধু সহজে দেয় না ধরা

যা পারে কৃষ্ণ আমার বাঁশিতে আসে না হতচ্ছাড়া!


আরোহীতে যাই বাঁশির তানে ফিরে আসি অবরোহীতে

যাওয়া আসাই সার হয় শুধু~সুর তো আসে না বাঁশিতে!

আমি তো এক হীন বাঁশুরিয়া তাললয় জ্ঞানহারা

নেই অন্তরা নেই সঞ্চারী শুধু গানের মুখরা ছাড়া। 


স্থায়ীতে বাজাই কে জানে কখন আভোগে পৌঁছবো!

কবিতা পারি না বাঁশিও পারি না কি করে প্রেমিক হবো?


তার চেয়ে ভালো রাগমালা গুলো নদীস্রোতে ভেসে যাক

তোমরা যে পারো কুড়িয়ে নিও কবিতা বুনতে থাক। 

অন্ত্যমিলে কিংবা অমিলে কবিতারা বয়ে যাবে

প্রেম পিয়াসে ছন্দেরা এসে গুনগুন গান গাবে।

                            ←♥→

©অজয়