Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম : মন-পাঁচালীকলমে : রুমকি তরফদার১৫/০৩/২০২১
কায়ার বয়স যতই বাড়ুক মন আমার ষোড়শী,সে হাসি-খুশি,তাই সুখের স্মৃতিতে সদাই  ভাসি-মন আমার আচাভুয়া কিন্তু অকুতোভয়,উচ্চশির  মনেই আমার অবাচী উষা,ঘাসের ডগায় জমা শিশির৷
মন আমার জীবন্ত জীবাশ্ম…

 


শিরোনাম : মন-পাঁচালী

কলমে : রুমকি তরফদার

১৫/০৩/২০২১


কায়ার বয়স যতই বাড়ুক মন আমার ষোড়শী,

সে হাসি-খুশি,তাই সুখের স্মৃতিতে সদাই  ভাসি-

মন আমার আচাভুয়া কিন্তু অকুতোভয়,

উচ্চশির  

মনেই আমার অবাচী উষা,ঘাসের ডগায় জমা শিশির৷


মন আমার জীবন্ত জীবাশ্ম তবুও অনার্তবা,

এখনও এর রূপ-রস-গন্ধ জানে আর কে-বা!

অনাঘ্রাতা আমি,তবুও অনুস্যূত এ মন দেহের সাথে,

তোর চাতালেই সালতামামি করি মন প্রতি রাতে৷


মন আমার মেঠোপথে একতারা হাতে উদাসী বাউল

মনমাঝি,হিয়ার মাঝে হতে পারিস 'মল্লারে' মশগুল,

মন আমার চন্দ্রাতপে,সুখে-দুখে স্মৃতির বাগিচা

ও মৃদুলা মন,কোথায় যাবি ছেড়ে এ দেহ-খাঁচা?


মন আমার নীল দিগন্তের আবেশ মাখা 'রঙীন মন'

করবি রে একদিন মুখোমুখি বসার আয়োজন ?

মন আমার প্যান্ডোরার বাক্স---মনবেড়িতে বাঁধা,

বাঁধন আলোল হলেই গাইবে এ মন সা-রে-গা-মা-পা-ধা


মন আমার পাগলপারা,সাঁঝ আকাশের সন্ধ্যাতারা,

বসন্তের উতল হাওয়া এখনও মনকে দেয় যে নাড়া,

মন আমার মন খারাপের দিনগুলোই কুহুতানে কান পাতে

ষড়ঋতুতে সাজে নব নব রূপে কাশফুল,

ভাটফুল সাথে৷


মন আমার সমুদ্রবক্ষে আছড়ে পড়া ঢেউ—

মেঘলা দিনে যদি তৃষাতুরা এ মন চুরি করে কেউ?

যদি মনের ক্যানভাসে লিখে দেয় মুক্তাক্ষরে নাম!

তবে কি আমার স্বর্বধূ মনের বেড়ে যাবে দাম ?


মন আমার বনপ্রান্তের নির্জনতাকে ছুঁয়ে বেড়ায়-

রবিঠাকুরের সাথে বল—"আমার পরাণ যাহা চায়"

মন আমার দৈর্ঘ্যে-প্রস্থে জীবনানন্দের রূপসী বাংলা

'ওম' ধ্বনিতে শেষবেলা;মনের তালা যাবে কি খোলা?


মন আমার সীমাহীন মৌতাতে কলমে তোলে ঝড়

সে যে আমার শুরু থেকে শেষ কবিতার আঁতুরঘর,

সত্ত্বঃ,রজঃ,তমঃ গুণে;মন আমার অতল আশ্রয়

দ্বিধাহীন চিত্তে রোজনামচা লিখি মনের খাতায়৷


মন আমার কখনো মেঘে ঢাকা তারা,কখনো বৃষ্টি

ডানা মেলে উড়বে তবুও অর্ন্তদৃষ্টি,ঈশ্বরের কি সৃষ্টি!

ওরে  "ভেবে দেখ মন কেউ কারো নয়"———

ধরার বুকে তবে আর তোর কি হারাবার ভয়?


মন আমার বৈজয়ন্ত কখনো রূপকথার দেশ

পাতার মর্মরেও নিয়ে আসে খুশির সন্দেশ,

মন আমার বৈদূর্য ,অংশুজালে নির্মল হই আমি

বলতে পারো,কে বা মনের প্রভু কে বা মনের

স্বামী?


মন আমার মনের মুকুরে তুষারমৌলী হিমালয়

দীন-দরিদ্র,আর্তের বেদনায় সাড়া দিতে চায়,

স্বর্ণময়ী মন আমার,করিস কেনো নিজভূমে পরবাস?

তোর হাতেই যে নবদ্বারের পুরে ষড়রিপুর রাশ,


মন আমার শত অভিঘাতেও হোস না যেন দুর্বল,

আলোকবর্তিকা তুই,দেখ "ঊর্ধ্ব গগনে বাজে মাদল"

মনপাখি মানে না বারণ,ভেসে চলে বহুদূর-দূর উজানে,

চল মনবীণায় সুর তুলি একসাথে 'আমি-মন' দুজনে৷


রামপ্রসাদের ভাবনা,"মন রে কৃষিকাজ জান না"—

মনটা মজাও আসল কাজে,নইলে যে শান্তি পাবে না,

সূক্ষ্মরূপে আসা-যাওয়া শুধু মনের,এই ভবসাগরে

তবে কেনো মন, চুরি করিস ভাবের ঘরে——— ?


ভূয়োদর্শিনী মন আমার হোস না  উন্মার্গগামিনী,থাক প্রাঞ্জল

চারিদিক শ্বাপদ-সংকুল,সাবধান!নইলে কেটে যাবে তাল৷

প্রকাশ্য রাজপথে বৈকৃত মনের হাট,যেন  সবাই যুযুধান

ভ্রামরী মিত্রতা করেই কি ও মন হতে চাই মহান ?


অসপত্ন মন আমার অখিলপ্রিয়া হতে পারিস,

দয়া-মায়া,ক্ষমা,ধৈর্য আর সহিষ্ণুতাকে সাথে নিস,

"ইহৈব তৈর্জিতঃ সর্গ যেষাং সাম্যে স্থিতং মনঃ"

অনুমৃতা মন,মায়াজাল ছিন্ন করে কালের ধ্বনি শোন৷


মন আমার হিংসা ভুলে গাইবি মানবতার গান

মানবি না জাত-পাত,করবি ভালোবাসা দান,

'মন আমার দেহঘড়ি'—বলে শুধু সৎকর্ম কর,

ও মন ষোলো আনা ঢেলে,ঈশ্বরের  চরণ ধর৷