ভরা ফাল্গুন!কলমে-তনুশ্রী দেতাং-16/03/21
পলাশের অভিসার লিখো বরংগোলাপের সুবাস নাই বা হলো জানা,ভরা ফাল্গুনে শূন্য হৃদয় পূর্ণ হতে নেই যে মানা!নাই বা ডাকিল কোকিল কুহুকুহু সুরে,নাই বা আসিল ভ্রমণ মঞ্জুরীত দ্বারে!তবু দেখ নব কিশলয় জাগিয়া…
ভরা ফাল্গুন!
কলমে-তনুশ্রী দে
তাং-16/03/21
পলাশের অভিসার লিখো বরং
গোলাপের সুবাস নাই বা হলো জানা,
ভরা ফাল্গুনে শূন্য হৃদয় পূর্ণ হতে নেই যে মানা!
নাই বা ডাকিল কোকিল কুহুকুহু সুরে,
নাই বা আসিল ভ্রমণ মঞ্জুরীত দ্বারে!
তবু দেখ নব কিশলয় জাগিয়া উঠেছে ভোরে...
পলাশের নীচে বসন্ত রাজ
দিয়েছে ধরা তারে!
আর কেন যে আসে না ভেসে
রবির গানের সুর,
মর্ডান গানে ভরেছে ভুবন
ও সব গান পাওয়াই বহুদূর!
তবু বসন্ত মানে হৃদয়ে জাগায়
আজ ও তার ই গান,
বেসুরে গলায় ও উঠে আসে সুর
জুড়ায় যেন প্রাণ!