দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম--নিঃশর্ত নিবেদনে--সুস্মিতা দত্ত মুখার্জী 30/03/2021################################
যদি আগলে রাখিস থেকে যেতে পারি, ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই lভালো লাগা সীমা অতিক্রম করেছে চেনার পরে যে খুঁত গুলো…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম--নিঃশর্ত
নিবেদনে--সুস্মিতা দত্ত মুখার্জী
30/03/2021
################################
যদি আগলে রাখিস
থেকে যেতে পারি,
ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই l
ভালো লাগা সীমা অতিক্রম করেছে
চেনার পরে যে খুঁত গুলো হিচঁড়ে টেনে সবাই মজা দেখে...
আমি সেগুলোকেই আপন করি,
তোর গন্ধ আমায় আমার থাকতে দেয় না
তু্ইও কি অমন করে আমায় পাশ !
আমি দিনের শেষে শান্তি খুঁজি তোর চোখে
তুই ক্লান্তি মাখাস আমার গায়ে,
তোর চেনা মুখগুলো তোকে অচেনা করে রাখে
আধখোলা জানালার ফাঁক দিয়ে আমি তোর খোলা চুলে হারিয়ে যাই...
তোর লাজুক অবাধ্য নজর আমায় স্বস্তি দেয় l
স্বপ্নেই রিপু বুনি...
তুই জানিস, জানি আমিও...
"ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই" l