Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা 'বিজয়িনী'প্রেম পর্যায় -  ২৩সুদীপ রায়৩০.০৩.২০২১............
মন বলে কিছু নেই কেন তোমার সুচরিতা ?নিস্তব্ধ দুপুরে কাক উড়ে গেলএ পাঁচিল থেকে ও পাঁচিলে ...তুমি নিস্তরঙ্গ ! ঝিমুন্ত রামু মালী দাওয়ায় একাকি,ফুলমনি এল, চলে গে…

 


কবিতা 

'বিজয়িনী'

প্রেম পর্যায় -  ২৩

সুদীপ রায়

৩০.০৩.২০২১

............


মন বলে কিছু নেই কেন তোমার সুচরিতা ?

নিস্তব্ধ দুপুরে কাক উড়ে গেল

এ পাঁচিল থেকে ও পাঁচিলে ...

তুমি নিস্তরঙ্গ ! 

ঝিমুন্ত রামু মালী দাওয়ায় একাকি,

ফুলমনি এল, চলে গেল

শাড়ী ঠিকঠাক করে । 

তুমি দেখেও দেখ না ।

আশ্চর্য !

তোমার মন বলে কিছু কি নেই সুচরিতা ? 

জানোই তো ...

চেতনার গলা টিপে মারা আমার স্বভাব,

প্রতিরাতে আমি তাই করে থাকি ।

তুমি হাসো না, কাঁদও না ...

বিছানায় পড়ে থাক পাথরের মত ।

নিজের কাছেতে তখন

নিজে হেরে যাই আমি । 

গুমরে নিজেই বলি ... শালা এর নাম ভালোবাসা ! 

তুমি বিজয়িনী হয়ে 

অনুকম্পা উপহার দাও প্রতিরাতে । 

আর ... বিবেকের দংশনে মরে যাই আমি । 

এভাবে রাতের চাঁদ দেরাজে ঝুলিয়ে

আমাকেই প্রতিরাতে কেন খুন কর তুমি ...

পেশাদার খুনির মতন ? 

পাথরপ্রতিমা তুমি ...

মন বলে কিছু নেই কেন তোমার 

সুচরিতা ?