এই নারী দিবসে পৃথিবীর সকল নারীদেরকে জানাই গভীর শ্রদ্ধা এবং অভিনন্দন 🌺🙏
নারী এবং নদীশিউলী আচার্য্য💛
আমরা নারী এবং নদী দুজনেই বহমান, সৃষ্টির তরে পরের জন্য।বয়ে যাওয়ার পথে পথে এঁকে দিয়ে যাচ্ছি জীবের চিন্হ, জীবনের আরম্ভ।
তুমি বয়ে চলা…
এই নারী দিবসে পৃথিবীর সকল নারীদেরকে জানাই গভীর শ্রদ্ধা এবং অভিনন্দন 🌺🙏
নারী এবং নদী
শিউলী আচার্য্য💛
আমরা নারী এবং নদী দুজনেই বহমান,
সৃষ্টির তরে পরের জন্য।
বয়ে যাওয়ার পথে পথে এঁকে দিয়ে যাচ্ছি জীবের চিন্হ, জীবনের আরম্ভ।
তুমি বয়ে চলার সময় সব পাপ,অশুচি, ময়লা ধুয়ে বয়ে নিয়ে চল নিজের শরীরে
আর আমি,
সংসারে সমস্ত রাগ, ক্ষোভ, দোষ, সমাজের যত কুসংস্কার সব বয়ে নিয়ে চলি আমৃত্যু।
আমাদের দুজনেরই জীবনের কোনো গন্তব্য স্থল নেই
যে যে দিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি।
কখনো কখনো স্বচ্ছ বয়ে যাওয়া স্রোতে আমরা ভরা যৌবনা
কখনো কবির উপমায় আমাদের চলন বাঁকা,
কখনো আবার আমরা দু'জনেই হয়ে উঠি সর্বনাশী।
যদিও সবাই ভুলে যায়, নারী এবং নদী উভয়ই সৃষ্টির প্রেরণা
নারী যেমন তার রক্ত দিয়ে পুরুষের ভ্রুণকে রুপান্তর করেছে একজন পরিণত মানব শিশুতে।
তেমনি ভাবে নদী জীবনের প্রধান সঞ্চালক হয়ে তার খরস্রোতের জলে জন্ম দিয়েছে হাজার হাজার পুকুর, ডোবা, বিল
সজীব উজ্জীবিত করেছে শস্যদানা।
জান তো, নারী যখন মা হয়
তখন সেও হয়ে যায় নদীর মতোই বহমান।
নদী যেমন টিকিয়ে রেখেছে কোটি কোটি বছর ধরে জীবের বাস্তুসংস্থান
নারীও তেমন ভাবেই পরম মমতায় আগলে রেখেছে সৃষ্টি।
নারী এবং নদী দুজনেই আমরা হয়ে আছি সৃষ্টির প্রেরণা।
কেউ জানে না আমাদের সৃষ্টির আদি রহস্য
তবু আমরা নিরবেই করে যাচ্ছি এই সৃষ্টির রক্ষা।
নদীর যেমন তার শীতল হাওয়ায় ভুলিয়ে দেয় সারাদিনের ক্লান্তি,
নারীরও তেমনই তার স্নেহময় স্পর্শে গুছিয়ে রাখে পরিজনদের জীবনের সব ব্যর্থতা, সব জড়তা।