Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিশ্বকবিতা দিবসে কলম দিয়ে একটুখানি আঁচড় কেটে দিয়েছিলাম
#অগ্নিবেশ#শর্মি_দে
প্রাণের ছোঁয়া, সমাজের ধোঁয়াসবই তোমার অঙ্গীকারে,এক নশ্বর দেহের পুরোহিত্যেঅগ্নিবেশের হুঙ্কারে।
ছেড়ে যেও না অস্তিত্বের তালাবন্দী জীবনকুঁড়েঘর কিংবা অট্টালি…

 


বিশ্বকবিতা দিবসে কলম দিয়ে একটুখানি আঁচড় কেটে দিয়েছিলাম


#অগ্নিবেশ

#শর্মি_দে


প্রাণের ছোঁয়া, সমাজের ধোঁয়া

সবই তোমার অঙ্গীকারে,

এক নশ্বর দেহের পুরোহিত্যে

অগ্নিবেশের হুঙ্কারে।


ছেড়ে যেও না অস্তিত্বের 

তালাবন্দী জীবন

কুঁড়েঘর কিংবা অট্টালিকার

চাপানো উতর উঠোন


ঘর ছেড়ে বেরিয়ে আবার

আশ্রয় নিতে হবে যে ঘরে

অঙ্গীকারের মোহজালে

আগুন নিতে হবে বুক ভরে।


অগ্নিবেশের ইতিহাস জানতে

ছটফট করে সন্ধানী দৃষ্টি

প্রতিবন্ধী সময়ের বিদ্রোহ

নবপ্রজন্মের সৃষ্টি।


মশাল এবার জ্বালতেই হবে

অন্ধের দৃষ্টি এনে

প্রতিবাদের ঝড় উঠবে

কাঙ্খিত হিসেব মেনে।


চোখ মেলে তাকাও অগ্নিবেশ

সময় হয়েছে দেখার 

ফিরে এসে নেভাও ক্ষুধা

ভাঙো ধ্বংস নীতির ভাঁড়ার।