Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা-কেউ কথা রাখেনিকলমে-পাদকতাং-২২/০৩/২০২১
সেদিন তুমি বলেছিলে...তোমার সাতরাঙা রামধনু রঙে আমার বিবর্ণ জীবনকে রাঙিয়ে দেবে ।আকাশ,তুমি কথা দিয়েছিলে কিন্তু সে কথা তুমি রাখনি।তুমি দিয়েছিলে...হ্যাঁ,তুমি দিয়েছিলে, দিয়েছিলে তোমার ঝঞ…



 কবিতা-কেউ কথা রাখেনি

কলমে-পাদক

তাং-২২/০৩/২০২১


সেদিন তুমি বলেছিলে...

তোমার সাতরাঙা রামধনু রঙে আমার বিবর্ণ জীবনকে রাঙিয়ে দেবে ।

আকাশ,তুমি কথা দিয়েছিলে কিন্তু সে কথা তুমি রাখনি।

তুমি দিয়েছিলে...

হ্যাঁ,তুমি দিয়েছিলে, দিয়েছিলে তোমার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক কালো আকাশের ভ্রুকূটি;

যে কালো আমার বিবর্ণ জীবনকে ঢেকেছিল ঘণ যামিনীর অন্ধকারে।


তুমি তো বলেছিলে..

চঞ্চলা উত্তাল ঢেউয়ের স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে আমার স্থবির জীবনকে।

নদী, তুমি কথা দিয়েছিলে কিন্তু সে কথা তুমি রাখনি।

তুমি ভাসিয়েছিলে...

সত্যি তুমি ভাসিয়েছিলে,ভাসিয়েছিলে আমাকে তোমার শত তরঙ্গের উচ্ছলতায়;

সে তরঙ্গ আমার স্বপ্ন গুলোকে ভাসিয়ে নিয়ে গেয়েছে গভীর সমুদ্রে।


তুমি শতবার এসেছিলে ....

অন্তরের অন্তরাল থেকে বলেছিলে 'আমি তো আছি'এ বিশ্বাস জাগিয়ে।

প্রেম,তুমি কথা দিয়েছিলে কিন্তু সে কথা তুমি রাখনি।

তুমি প্রতিবার চলেগেছ....

হ্যাঁ হ্যাঁ তুমি চলে গেছ,চলে গেছ উপেক্ষা তিতিক্ষা আর একরাশ ঘৃণা দিয়ে;

যা আমার বিশ্বাসকে নিয়েগেছে অবিশ্বাসের এক অন্তপুরে।