Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা -"তোমার-আমার"কলমে  -  ইলা মজুমদার তারিখ - 17/03/2021
আমার নদী, তোমার ভীষণ ঢেউ নির্জন রাতে গভীর প্রেমে মাতে।আমার মেঘ, তোমার নীল আকাশ গল্প করে রাতের খোলা ছাতে।।
আমার চাঁদ, তোমার দামাল পাহাড় কবিতা বলে নিঝুম ঝাউ তলায়।আম…

 


কবিতা -"তোমার-আমার"

কলমে  -  ইলা মজুমদার 

তারিখ - 17/03/2021


আমার নদী, তোমার ভীষণ ঢেউ 

নির্জন রাতে গভীর প্রেমে মাতে।

আমার মেঘ, তোমার নীল আকাশ 

গল্প করে রাতের খোলা ছাতে।।


আমার চাঁদ, তোমার দামাল পাহাড় 

কবিতা বলে নিঝুম ঝাউ তলায়।

আমার স্বপ্ন, তোমার গভীর রাত

জড়িয়ে ঘুমায় নরম বিছানায়।।


আমার শিশির, তোমার সবুজ ঘাস

চুমু খায় গভীর আলিঙ্গনে।

আমার শিউলি, তোমার নরম ভোর।

ঝরে পড়ে ক্লান্ত অভিমানে।।


আমার গোধূলি, তোমার মাধবিলতা

রামধনু ঢেউয়ে নিরুদ্দেশে হারায়।

আমার ঝড়, তোমার সাঁঝের প্রদীপ 

নীল পৃথিবীর স্বপ্ন চোখে সাজায়।।


আমার বাতাস, তোমার খোলা জানালা 

মনখারাপরা এক ছোঁয়াতে পালায়।

আমার বীজ, তোমার নরম মাটি 

হৃদয় মাঝে অনেক স্বপ্ন বাঁচায়।।


আমার নীরবতা, তোমার শব্দের মিছিল 

শেষ বিকেলের আলতো শিহরণ।

আমার বিষণ্নতা, তোমার রোদের ছটা 

রাত্রি শেষে ভোরের জাগরণ।।


তোমার বৃষ্টি, আমার নীলাভ রাত

টুপটাপ শব্দে ঝরে রূপকথায়।

তোমার জীবন, আমার গভীর মরণ

নিমেষে উধাও নির্জন  উপত‍্যকায়।।