Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#এক_ইছামতীর_কবি 
#মহিন 
ইছামতি ডাক পাঠায় অচেনা এক ভাটিয়ালীর মোহনায় যেখানে এক চোখের কাজলে ছোট্ট চিরকুট লেখা হয়, 
একটা আবেগী মন , সারাদিন ব্যস্ত যখন , 
ডায়ালটোন ধরে একপা দুপা করে অগনিত রং নাম্বার মাঝখানে ঘন কুয়াশায় ঝাপসা রঙের এক অদৃশ্য…

 


#এক_ইছামতীর_কবি 


#মহিন 


ইছামতি ডাক পাঠায় 

অচেনা এক ভাটিয়ালীর মোহনায় 

যেখানে এক চোখের কাজলে ছোট্ট চিরকুট লেখা হয়, 


একটা আবেগী মন , সারাদিন ব্যস্ত যখন , 


ডায়ালটোন ধরে একপা দুপা করে অগনিত রং নাম্বার 

মাঝখানে ঘন কুয়াশায় ঝাপসা রঙের এক অদৃশ্য নেটওয়ার্ক , তাইতো সব সত্যি আজও ঠোঁট ফুঁড়ে বেরোতে পারেনি ! 


আমার ইছামতীর কবি 


আকাশে মেঘ করলেই তোমার মুখটা বড্ড মনে পড়ে , 

ভুল করে উঠে পড়া লোকাল ট্রেন , 

জানলা দিয়ে যতদূর দেখা যায় , খোলা আকাশ , সবুজ মাঠ ,  নীল সাদা পোশাকে স্কুল ছুটির দল , 


রায় ব্রিজের নিচ দিয়ে বয়ে যায় এক চোখ ছলছলে লোনা জলের নদী  ! 

আমিও তাকে ইছামতী বলি , 


আমার ইছামতির কবি ! 

আম আঁটির ভেঁপুর গল্পে , অল্প অল্প করে সন্ধ্যে জড়ো করি , ভীষণ ইচ্ছে হয় , আমিও তোমার শব্দ হতে চাই, 

তোমার অক্ষর হতে চাই , 


একটা সীমান্তবর্তী আধা শহর , 

ঘিরে থাকা কাঁটাতারে আজও ভুলতে পারোনি , বাংলার আবার এপার ওপার কি ! 


মেহেদী কে ফেলে এসেছিলাম দেশ ভাগের আগেই , পৃথিবীর আড়াই হাত নিচ থেকে আজও তার কান্না শুনি ,  ধর্ষন করে কিভাবে দেহ জ্বালাতে হয় , ওপারের কিছু লোকেরা তখনই শিখে গিয়েছিলো , 


সেই মেহেদী আজও কথা রাখেনি , তার কবরে কোথাও আমার জন্য একটুও জায়গা রাখেনি , 


জীবনানন্দ থেকে কাঁটাতার পার করেই , চোখের সামনে এক জীবন্ত বিভূতিভূষণ , 

কাশফুল ভেদ করে ছুটে যায় ধোঁয়া ওঠা রেলগাড়ি , ঠিকানা পথের পাঁচালী থেকে অচেনা মেঘের বাড়ি , তীর ধনুক নিয়ে কর্ণ সাজে ব্যস্ত অপুর দল , 

এঁটো বাসন , সর্বজয়ার বাসন ধোয়া  জল , 


আমার ইছামতীর কবি , 

কাজল পড়লে তাকে এখনো সুন্দর লাগে , 

হালকা লিপস্টিক মানেই কবিতার খাতায় এক গোধূলি,  আর তার কবিতা মানেই , 

আমার সারাটাদিন ! 


ওপারের নাটোরের বনলতা সেন থেকে এপারের নীরা, 

এদের মতো তুমিও আমার ইছামতির কবি , 

বৈষ্ণবি  যতই গান না শুনিয়ে কথা রাখেনি , অমলকান্তি রোদ্দুর হতে পারলো কিনা সে খবর এখনো আসেনি , 


পূর্বরাগের বেলা যে বয়ে যায়

ভালো থেকো আমার ইছামতীর কবি ,