বিভাগ---গদ্য কবিতাশিরোনাম----ভাবনার অবকাশ কলমে----শম্পা চট্টোপাধ্যায় ০৯/০৩/২০২১
ঘরের আলোটা নিভে গেছে হঠাৎ দমকা বাতাসে,কথার ঘরে চুড়ান্ত অসুস্থ রূদ্ধ অবকাশ।দেওয়ালে ঝোলানো ছবির কোলাজ আবছা ধূলোর সাজ।ছায়াপথের পিছু হেঁটে হেঁটে ক্লান্ত …
বিভাগ---গদ্য কবিতা
শিরোনাম----ভাবনার অবকাশ
কলমে----শম্পা চট্টোপাধ্যায়
০৯/০৩/২০২১
ঘরের আলোটা নিভে গেছে হঠাৎ দমকা বাতাসে,
কথার ঘরে চুড়ান্ত অসুস্থ রূদ্ধ অবকাশ।
দেওয়ালে ঝোলানো ছবির কোলাজ আবছা ধূলোর সাজ।
ছায়াপথের পিছু হেঁটে হেঁটে ক্লান্ত পথ মিথ্যে আশার মাঝে!
তোমার সঙ্গিনী রাত্রিকালীন বৃত্ত আবিষ্ট যখন সম্পর্কের অহংকারে,
আমার ভাবনা একলা কাতরায় যন্ত্রণা আর অতি যন্ত্রণার বৃষ্টি ভাঁজে,
একমুঠো অন্ধকার সাড়া দেয় নিভে যাওয়া কাকে বলে!
ভাবনাগুলো আজ বড্ড অগোছালো গল্পের পাতায় ---
তবু বেহিসেবি আলাপচারিতা অঙ্কের খাতায়।
আয়ুরেখার কাছে প্রশ্ন রাখে ক্ষণ জাতিস্মর।
হৃদয়ের উষ্ণতায় লালিত স্বপ্ন,
পরিপক্ক গড়ছিল যে সাম্রাজ্য,
ঝাপসা নয়নে ক্ষতবিক্ষত হৃৎপিণ্ড।