Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা/১৬-০৩-২০২১|শিরোনাম ঃ সময় অসময় ৷সৃজনে ঃ গোপেশ রায় ৷
উপমা সূর্যের কাছে উপমেয় চাঁদধরণীর রূপক সম্ভার লিখে মন শব্দকথা যতোউপলখন্ডের জল থেকে তুলে নিই কথাকাঁচ শত!
এসো সেই হাতে হাত বেলা মধুরাত চেয়ে দেখো কেমন সুখে আছে ব্যথা আর ঘুমনিদ্র…

 


কবিতা/১৬-০৩-২০২১|

শিরোনাম ঃ সময় অসময় ৷

সৃজনে ঃ গোপেশ রায় ৷


উপমা সূর্যের কাছে উপমেয় চাঁদ

ধরণীর রূপক সম্ভার লিখে মন শব্দকথা যতো

উপলখন্ডের জল থেকে তুলে নিই কথাকাঁচ শত!


এসো সেই হাতে হাত বেলা মধুরাত 

চেয়ে দেখো কেমন সুখে আছে ব্যথা আর ঘুম

নিদ্রিত কিংবা জাগ্রত নিয়ম নিয়ে পথ চলা রাত এবং দিন ৷


নিশাচর কতো আছে পথ বাঁকে 

রাত্রির প্রহর কথা বলে যায় আসন্ন সময় আলো আঁধার ৷ মেনে নিতে হয় সব ইচ্ছেরাতো হয় নিরুদ্ধ অথবা নির্মুক্ত !


সমবেত চিন্তন মননের দিশা

কল্পনার আভা আত্মমগ্ন দ্বিধা দ্বন্দ্ব থেকে যায় 

কালবেলা এলে সংলাপের ডালাপালা ছেঁটে নিতে হয় , অসময় !


সত্যকে লুকিয়ে রাখা অন্যকিছু 

নাবলা কঠিন কথা গোপনে বীজের বপন অনুমেয়

নিশান্তে ভোরের হাওয়া শোনায় সেই সূর্যকথা আঙিনায় ...


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্ষ ৷ ১৬-০৩-২০২১|