Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ - কবিতা শিরোনামঃ -আবার ফিরতে চাইকলমে - ইলা চক্রবর্তীতারিখ - ১৬/০৩/২০২১
পরের জন্ম বলে যদি কিছু থাকে,তো আবার জন্ম নিতে চাই।জীবনের গল্পো তোর সাথে - শেষ করতে চাই ।আমি জানি আমরা আবারও প্রেমে পড়বো। বার বার প্রেমে পড়বো।জানি তোর …

 


বিভাগ - কবিতা

 শিরোনামঃ -আবার ফিরতে চাই

কলমে - ইলা চক্রবর্তী

তারিখ - ১৬/০৩/২০২১


পরের জন্ম বলে যদি কিছু থাকে,

তো আবার জন্ম নিতে চাই।

জীবনের গল্পো তোর সাথে -

 শেষ করতে চাই ।

আমি জানি আমরা আবারও প্রেমে পড়বো। 

বার বার প্রেমে পড়বো।

জানি তোর এক আকাশ বুকে আমি আবার ধরা পড়বো।

আবারও প্রশ্রয় পাবো ভালোবাসার।

শুধু সেইবার তোর খুব কাছের মানুষ হতে চাই।

তোর মনের সব কোণে উঁকি দিতে চাই।

তোর পবিত্র স্পর্শে একটু উষ্ণতা পেতে চাই।

পরের জন্ম বলে যদি কিছু থাকে তো -

 আবার ফিরে আসতে চাই।

 ফিরবো সেই চেনা পথে,

যে পথে হাতে হাত রেখে চলেছি দুজনায়।

ফিরবো আবার,

যখন বিধাতা আকাশকে ইচ্ছে মতো সাজায়।

তেমনি কোনো বিকেল বেলায়,

যখন রামধনুর রং জীবন রাঙায়।

যখন কৃষ্ণচূড়ায় লাল হয়ে থাকে পথ।

আবার তোর সাথে রঙিন স্বপ্ন দেখবো;

সন্ধে হলে দুজনা ফিরবো সেই চেনা নীরে।

 সেদিন থাকবেনা আর ফেরার উৎকণ্ঠা,

থাকবে না কোনো বাঁধা।

যেখানে ইচ্ছে চলে যাবো তোর সাথে

প্রাচীন পাহাড় যেখানে ঢাকা কুয়াশার চাঁদরে। 

তুই আর আমি ভিজবো আদরে আদরে!

শুনব বৃষ্টির আওয়াজ কান পেতে।

 ইচ্ছে করবে আবার তোর বুকে মাথা রেখে একটু কাঁদতে।

পরের জন্ম বলে যদি কিছু থাকে তো আবার

ফিরতে চাই।

 তোর হাতছানি তে সাড়া দেবো বার বার।

,আবার চাইবো তোকে;

অনেক কথা আছে বলার

এ জন্মে তা যায়নি বলা।

বুকে অনেক শব্দ আছে,

 কাব্য করেও হয়নি তোলা। 

পরের জন্মে আমরা দুজন,

 বাঁচবো বাঁচার মতন করে।