গদ্য কবিতা -- তুমিও চলে যাওশ্যামল ব্যানার্জী ২৯/০৩/২০২১
কমরেডস যারা সাথে ছিলো তারা সব চলে গেছে।ইস্তাহার হাতে দিয়ে বলেছিলো, পড়ে দেখো।নির্দায়ী ঘোষণা পত্রে শপথ উহ্য রাখা,শিশিরের ফোঁটায় রক্ত মেখেদাঁড়িয়ে দেখলাম, অন্ধকার সিড়িতে আমি একা…
গদ্য কবিতা -- তুমিও চলে যাও
শ্যামল ব্যানার্জী
২৯/০৩/২০২১
কমরেডস যারা সাথে ছিলো তারা সব চলে গেছে।
ইস্তাহার হাতে দিয়ে বলেছিলো, পড়ে দেখো।
নির্দায়ী ঘোষণা পত্রে শপথ উহ্য রাখা,
শিশিরের ফোঁটায় রক্ত মেখে
দাঁড়িয়ে দেখলাম, অন্ধকার সিড়িতে আমি একা।
অনুমান ছিলো তুমিও চলে যাবে।
তোমার চোখ দুটো মরা মাছির মতন,
নিস্পৃহ তখন,
শেষ বেলা, মানসিক শান্তির চুক্তি স্বাক্ষর করে দিলে,
সনদে রেখে গেলে অপ্রাপ্তির জলছাপ
দ্বিধাহীন মনে,
লহমায় গালিবের শায়েরি জ্বলে যায় দাউদাউ করে,
অন্ধকারে মুখ ঢেকে।
চকিতে ভ্রম ভাঙে
স্খলিত রুধির ধারা বয়ে যায়
সর্পিল পথে,
বিশ্বাসী পাজর ভাঙার গন কোলাহলে
নিরুত্তর হৃদয়ের তাপহীন ভালোবাসা।
যে পথে বিজয় পতাকা তোমার,
আকাশ চুম্বনে
অগনিত নক্ষত্র সারথি হয়,
তারারা আসে উল্লাসে ছায়ানট ঘিরে,
প্রক্ষিপ্ত সে তাপদাহে আমি পুড়ে যাই
সবুজ দ্বীপে মনের ভেতর।
আমি দাঁড়িয়ে আছি দেখো,
তোমার সীমানা পেরিয়ে,
নো ম্যানস ল্যান্ডে ঠিক অংক কষে
চাইলেই পারবে না ছুঁতে আমায় আর কেউ।
এমন কি আমার কবিতাও অস্পৃশ্য হয়ে আছে প'ড়ে ,
তোমার চলে যাওয়া পথের ধারে।