সোমনাথ মুখোপাধ্যায়
নির্বাচনী প্রচারে বেরিয়ে মূলত জনসংযোগকেই হাতিয়ার করলেন টালিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আজ টালিগঞ্জ বিধানসভা এলাকার ১০০নং ওয়ার্ডে।
ব্যানার, ফেস্টুন, গেরুয়া রংয়ের বেলুন, বাজনা সহ এক বর্ণাঢ্য মিছি…
সোমনাথ মুখোপাধ্যায়
নির্বাচনী প্রচারে বেরিয়ে মূলত জনসংযোগকেই হাতিয়ার করলেন টালিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আজ টালিগঞ্জ বিধানসভা এলাকার ১০০নং ওয়ার্ডে।
ব্যানার, ফেস্টুন, গেরুয়া রংয়ের বেলুন, বাজনা সহ এক বর্ণাঢ্য মিছিল আয়োজিত করে বিজেপি। মিছিলে মহিলাদের উপস্থিতিছিল চোখে পড়ার মতো। প্রধানত কলোনি অধ্যুষিত এলাকা ১০০নং ওয়ার্ড। নিরাপত্তার বেড়া ডিঙিয়ে কলোনির অলিতে গলিতে মানুষের কাছে পৌঁছে গেলেন বাবুল সুপ্রিয়। শুনলেন তাঁদের অভাব অভিযোগ। প্রতিশ্রুতি দিলেন, জিতলে নিশ্চয়ই সমস্যার সুরাহা করবেন। কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে যথেষ্ট উচ্ছ্বাস দেখা গিয়েছে মানুষের মধ্যে।
খোলা জিপে দাঁড়িয়ে প্রচার করলেন বাবুল। কখনো জিপ থেকে নেমে মিশে গেলেন মানুষের মধ্যে। কখনো গাইলেন গানের দুই এক কলি। ভোট বড়ো বালাই! বিপক্ষে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সিপিআইএম নামিয়েছে ছোট ও বড়ো পর্দার পরিচিত মুখ দেবদূত ঘোষকে। এপ্রিলের ১০ তারিখ টালিগঞ্জে ভোট। ২রা মে শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার।