Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিষয় - কবিতাকলমে - পবিত্র প্রসাদ গুহশিরোনাম - অকাল মৃত্যুতারিখ - ১৯/০৩/২০২১
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●                          অকাল মৃত্যু●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
কবিতারা খাবি খায় ভাবনার ফল্গুধারায়মস্তিষ্কের বহমান শিরায় তার ম্রিয়ম…

 


বিষয় - কবিতা

কলমে - পবিত্র প্রসাদ গুহ

শিরোনাম - অকাল মৃত্যু

তারিখ - ১৯/০৩/২০২১


●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

                          অকাল মৃত্যু

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


কবিতারা খাবি খায় ভাবনার ফল্গুধারায়

মস্তিষ্কের বহমান শিরায় তার ম্রিয়মান প্রতিচ্ছবি

আকুলি বিকুলি করে তৃষিত চিত্তে

স্থান পেতে সাদা নিখুঁত পাতায়

ধরে রাখতে নিজেদের অস্তিত্ব, প্রতিকৃতি।

কিন্তু, মনের দাবানলে পুড়ে ছাই হয়ে যায় ওরা

হরফের বিচ্ছিন্ন অছন্দবদ্ধ সংলাপ,

কবিতার আঁখি কোণে লবনাক্ত জল,

ছলছল করে আর বেয়ে পরে অঝোরে 

ঊষর মরু গালের তলদেশে -

পাছে সিক্ত হয় হৃদয়ের কণ্টক খচিত ক্যাকটাসের পত্র।

ক্ষত বিক্ষত হয় ভাবনার দর্পন!

রঙিন ভাবনারা তখন শুস্ক হৃদয় পুকুরে খাবি খায়

কাজ করে না ওদের অতিরিক্ত শ্বাসযন্ত্র

প্রশ্বাসের রুদ্ধ উষ্ণ বায়ু ক্রন্দনে চুপসে যায়

ধীরে ধীরে ঢলে পড়ে নিষ্পেষিত অকাল মৃত্যু কোলে

স্মৃতির ভৌগোলিক মানচিত্রে পায় না স্থান

চিন্তার উদ্যান তখন মরুঝড়ের তান্ডবে চুরমার

আর আসে না মস্তিষ্কের স্বর্ন কুটির প্রাঙ্গণে

রুদ্ধ দ্বার স্তব্ধ হয় চিরতরে ।


●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

কলমে ✍️, পবিত্র প্রসাদ গুহ

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●