সংকল্প || ফা ল তু
সময়ে অসময় রেখা - আঁকাবাঁকা চঞ্চল, কঠিন বলে হয়না কিছুই - আসল মনোবল ।
বিদ্রুপের সুরা,নেশাগ্রস্ত অতি ভাবুকেরা !
সূর্য দ্যাখার সাহস পারে - মেটাতে কোন্দল।।
বাসর সকাল, আলসেমিতে,সুখের খবর বেগার খাটে,
গানের স্বরলিপিই প্…
সংকল্প || ফা ল তু
সময়ে অসময় রেখা - আঁকাবাঁকা চঞ্চল,
কঠিন বলে হয়না কিছুই - আসল মনোবল ।
বিদ্রুপের সুরা,
নেশাগ্রস্ত অতি ভাবুকেরা !
সূর্য দ্যাখার সাহস পারে - মেটাতে কোন্দল।।
বাসর সকাল, আলসেমিতে,
সুখের খবর বেগার খাটে,
গানের স্বরলিপিই প্রধান , সুরের সম্বল ।
সেই আগুনে ঝলসে গেলেও লাগবে না আর জল।