#শহরে_সময় #পিয়াংকী
সয়ে গিয়ে লিখে যাই সাদা আর কালো আগুনের দাগ হোক জমিই চেনালোদর আছে দাম আছে মেহেফিলে রঙযেখানে যেটুকু আছে মরচের জং
তবু যেন নেই নেই হাভাতের শনি ক্ষীর খেয়ে মুছে নেবে? কালের সে ধ্বনিআসি আসি করে তাও কেটে গেলো বেলা নেমে ত…
#শহরে_সময়
#পিয়াংকী
সয়ে গিয়ে লিখে যাই সাদা আর কালো
আগুনের দাগ হোক জমিই চেনালো
দর আছে দাম আছে মেহেফিলে রঙ
যেখানে যেটুকু আছে মরচের জং
তবু যেন নেই নেই হাভাতের শনি
ক্ষীর খেয়ে মুছে নেবে? কালের সে ধ্বনি
আসি আসি করে তাও কেটে গেলো বেলা
নেমে তবু ফিরে এলো। চৌকাঠে খেলা।
বয়ে যায় দিন রাত হাওয়াতেই শাম
ঝুরি ঝুরি সুতো আর বিছানায় ঘাম
তবু যদি ফিরে আসে সন্ন্যাসী মন
কাঠগড়া তুলে দেব।কাঠামো বারণ
বসে থেকে বেসে যাই ভালবাসা মেঘ
ফিরে দেখি ঘুম ভাঙা কাফন শতেক
বেড়ে উঠে থেমে যায় ভাটা আর ভোর
সাথে সাথে হেঁটে যায় আমার শহর
এইসব লেখালেখি বহুদিন পর
নিভছে জেনেও আমি গোছাবো একর
একসাথে ওঠানামা ঋণের মুকুব
জোড়াতালি সংসার অভাবেই সুখ
কতকিছু রয়ে যাবে পিছনে ফিরে
দেখা হবে ফেরবার নসিবের ভিড়ে
টেনে রাখা দড়িটাই কপালে কারণ
জোড়াসাঁকো বরাবর আলেয়া বিলোন।
(প্রকাশিত )