## তবু বলা হয়নি
আঁধারের বুকে রাত অভিমানের কালশিটে দাগ অস্পষ্ট ছায়াছবি বেদনার নরম পলিতে গড়ে ওঠে বিরহ গাঁথা অবিরত শ্রাবণ মেঘের ভেলায় নিলাশা ভালোবাসায় অতন্ত্র প্রহরী সুহাসিনী প্রেম তবু ভালোবাসাটা না বলায় থেকে গেছে ।
গরিমা অক্ষত আ…
## তবু বলা হয়নি
আঁধারের বুকে রাত অভিমানের কালশিটে দাগ
অস্পষ্ট ছায়াছবি বেদনার নরম পলিতে গড়ে ওঠে
বিরহ গাঁথা অবিরত শ্রাবণ মেঘের ভেলায়
নিলাশা ভালোবাসায় অতন্ত্র প্রহরী সুহাসিনী প্রেম
তবু ভালোবাসাটা না বলায় থেকে গেছে ।
গরিমা অক্ষত আবেগের সোনালি চিলেকোঠায়
বাসনার জীবাশ্ম , ক্লান্ত পথিকের চলার পথ
লাল গোলাপের ছড়ানো পাপড়ি শোভা বাড়িয়েছে ফুলদানির
কখনও হাতে ধরিয়ে নরম ছোঁয়া পাওয়া হইনি ।
বুক চাপা কষ্ট বেদনার আলপিন ঠুকেছে বন্ধ মনে
মন খারাপগুলো গড়িয়ে পড়ে শ্রান্ত সন্ধ্যায়
চটচটে বেদনা আঁকিবুকি কাটে বিলাসী নিয়তির পসরায়
তবু প্রতিশ্রুতির বাসন্তী আভায় রাঙাতে পারিনি ।
সংসারের মায়ায় জড়িয়ে আছি বহু বছর
উত্তাপের দখিনা জানালায় উঁকি দিয়ে যায় রুপোলি জোছনা
নিরিবিলি রাতের মিঠে হাসি
বেওয়ারিশ ইচ্ছে গুলো মৌনতার কফিন বন্দী হয়ে
লাশকাটা ঘরে রক্তের আঁশটে গন্ধ অনুভব করেছে
তবু আলিঙ্গনের নিবিড় সান্নিধ্য থেকে বঞ্চিত ।
ভবঘুরে দিন যাপনে
ব্যস্ততার কালি কলমে কথা কাহিনী
নিঝুম রাতে খুচরো অভিমানে সেজেছে
গভীরতার মাপকাঠি হীন আদুল আদরে
গোলাপী চুমু খাওয়া হয়ে ওঠেনি আজও ।
দুধ ফেনার মতো সঞ্চিত ভালোবাসা
মরুভূমি বুকে আঁধি ডেকে এনেছে বারবার
লালিত স্বপ্নের নকশিকাঁথায় রঙের বাহার
বাসনা সাজে চোখ ধাঁধানো
তবু আজও বলা হয়ে ওঠেনি ভালোবাসি তোমায় ।
#নাসরিন জাহান সিদ্দিকী
#৩০.০৩.২০২১
#বহরমপুর , মুর্শিদাবাদ