চন্ডিপুর বিধানসভায় ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।২৯৪ টা আসনে একজনই প্রার্থী। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তার দূত। রবিবার ভোট প্রচারের প্রথম দিনে এভাবেই নিজেকে উপস্থাপন করলেন চন্ডিপুর বিধানসভার তৃণম…
চন্ডিপুর বিধানসভায় ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।
২৯৪ টা আসনে একজনই প্রার্থী। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তার দূত। রবিবার ভোট প্রচারের প্রথম দিনে এভাবেই নিজেকে উপস্থাপন করলেন চন্ডিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ভোট প্রচারে বেরিয়ে চন্ডিপুর বিধানসভার ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালাপুকুর বাজারে পদযাত্রা ও পথসভা করেন তিনি। মুখ্যমন্ত্রীর উন্নয়নের দিকে তাকিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গতবারের বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য্য এবারে টিকিট না পেলেও সর্বক্ষণ তৃণমূল প্রার্থী সোহমের সঙ্গে ছিলেন।