# সৃষ্টি সাহিত্য যাপন
# শিরোনামঃ অমলতাসি প্রেম# কলমেঃ সোমা ব্যানার্জী# ০৩/০৩/২০২১
অনিকেত আর রিক্তার অমলতাসি বাসন্তী প্রেম,কাঁধে সাইডব্যাগ বাউন্ডুলে অনিকেতলাল ধুলোয় কবিতা আওড়ায় বসন্তের রঙ ছুঁয়ে যায় তার দেবদূতের মত চোখদুটিতে।অমলতাস …
# সৃষ্টি সাহিত্য যাপন
# শিরোনামঃ অমলতাসি প্রেম
# কলমেঃ সোমা ব্যানার্জী
# ০৩/০৩/২০২১
অনিকেত আর রিক্তার অমলতাসি বাসন্তী প্রেম,
কাঁধে সাইডব্যাগ বাউন্ডুলে অনিকেত
লাল ধুলোয় কবিতা আওড়ায়
বসন্তের রঙ ছুঁয়ে যায় তার দেবদূতের মত চোখদুটিতে।
অমলতাস আর ফাগুন বৌয়ের খুনসুটি রঙ লাগায় যৌবনে,
আপাত কঠিন রিক্তা দুগালে হাত রেখে
দেখে যায় সে ক্ষ্যপাটে শিশুমনটিকে
দুজনের চোখে তখন চৈত্রের সর্বনাশ।
খোঁপায় পলাশ গুঁজে অনিকেত বলে--
" তুই আমার প্রখর গ্রীষ্মের কালবৈশাখী হবি?
চৈত্রের কচিপাতা বা আমের মুকুল"
রিক্তা ভাবে গোলাপ নই কেন?
" সৃষ্টি, সৃষ্টি --- নতুনের বার্তা হবি তুই"
" কালবৈশাখী বুঝি সৃষ্টি করে?"
" দুর, তুই আকাশ দেখিসনি?
কালবৈশাখীর পর শান্ত গভীর আকাশ ?"
হাসে রিক্তা--
" আমার বুঝি আকাশ আর হওয়া হলো না রে,
আমি যে ক্যকটাসের গায়ে ফোটা ফুল
ক্ষনিকের ফোটা ফুলের লোভে জীবন জুড়ে কাঁটাই দিলাম তোকে।
আমি শীতের রুক্ষ ঝরে যাওয়া চিনার পাতা,
একলা নিঝুম দুপুরের শুকনো পাতার উড়ে চলা
শিমুল, পলাশ বা কচিপাতা আর হওয়া হলো না"
শেষ প্রহরে আনা তপ্ত চিতার একমুঠো ছাই
অনিকেত বিছিয়ে দেয় হলদে পলাশের গাছটার নিচে।
বোহেমিয়ান অনিকেত উদাত্তকণ্ঠে গেয়ে চলে বসন্তের গান
" তুই সত্যি কালবৈশাখী হলি রে, কিন্তু আমার আর আকাশ দেখা হলো না"
" আমি যে বৃষ্টি ভালোবাসি অনি,
কি বোকা তুই" -- হাসে রিক্তা
"আমি শ্রাবণমেঘের মত ঝরে পরবো তোর গালে,
সামলে রাখিস কবিতার খাতা
পলাশ নিলাম আমি, তোকে দিলাম হাসনুহানা "।
অনিকেত আজও কবিতা বলে,
রুক্ষ লাল মাটির বুকে ধুলো উড়িয়ে
হেঁটে চলে আনমনে
আজও খোলা শার্টের বুকে পলাশ ঝরে পরে,
তবু শ্রাবণমেঘে অনিকেত বড় শান্ত
তখন তার চোখের কোণে শুধুই রিক্তা।