Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ --কবিতাকলমে -- সীমা রায় (আসাম)10/03/21শিরোনাম------* আমার ভাবনার প্রজাপতি *°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°রোজ তুমি আমার ভাবনার প্রজাপতি হয়ে ,আমায় ছুঁয়ে যাও --------নিঝুম রাতের অন্তরালে !কখনো ভোরের ঘুম…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ --কবিতা

কলমে -- সীমা রায় (আসাম)

10/03/21

শিরোনাম------

* আমার ভাবনার প্রজাপতি *

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°

রোজ তুমি আমার ভাবনার প্রজাপতি হয়ে ,

আমায় ছুঁয়ে যাও --------

নিঝুম রাতের অন্তরালে !

কখনো ভোরের ঘুম ভাঙ্গার আলসেমীতে ,

কখনো একলা দুপুরের বিষণ্নতায় !!


আবার কখনো ছুঁয়ে যাও ---------

রোদের সোনালী আলোর ছটায় ,

কখনো গোধূলির নির্জনে সূর্য ডোবার আড়ালে !


আবার কখনো ছুয়ে যাও -------

স্বপ্নের ঘোরে , ভালোবাসার বাহুডোরে ,

কখনো নীরব অশ্রুর ধারায় -----

কখনো পথহারা অভিমানী কবিতায় !!


আবার কখনো ছুঁয়ে যাও-----

শ্রাবনের সুখের বাঁধ ভাঙা বন্যায় ,

কখনো শরতের শুভ্র মেঘের ভেলায় ----

আবার রঙ্গিন বসন্তের আনন্দধারায় !!