Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতাশিরোনাম-টাকায় বন্দী স্বপ্নকলমে-মধুমিতা হালদারতারিখ-১০/৩/২০২১
প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদকিসের প্রতিবাদ? টাকার কাছে মানুষ এখন হচ্ছে কুপোকাত।
রঙিন টাকায় রঙের খেলামেতেছে আঙিনায়, ভালমন্দের নজর কাড়েনানান ছলনায় । 
বোঝা বয়ে চলা বু…

 


কবিতা

শিরোনাম-টাকায় বন্দী স্বপ্ন

কলমে-মধুমিতা হালদার

তারিখ-১০/৩/২০২১


প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ

কিসের প্রতিবাদ? 

টাকার কাছে মানুষ এখন 

হচ্ছে কুপোকাত।


রঙিন টাকায় রঙের খেলা

মেতেছে আঙিনায়, 

ভালমন্দের নজর কাড়ে

নানান ছলনায় । 


বোঝা বয়ে চলা বুদ্ধির জোরে

আঘাত পেতে হয় বারে বার, 

ক্ষমতার দখল চলে শুধু

বেড়ে যায় সুখের পাহাড়।


বাতাসেও টাকা ভাসে 

স্বর্গের পথে পথে 

নিশ্বাস যেতে সময় লাগে না

ভাগ হয়ে যায় সাথে সাথে।


বুদ্ধি বিক্রি টাকার বিনিময়ে

স্বপ্নরা থাকে অধরা, 

নিশ্বাসের ফাঁকে বিশ্বাস বাধাঁ

দম বন্ধ করে ইচ্ছেরা।