Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
#ত্রাগোদিয়া
সময়ের চোরাবালি আমায় বরফের বাতাস করে দেয়তোমাকে আরও নগ্ন করে দেয় পবিত্র দেব শিলার মতো।আমার নিরাকার সূর্যাস্ত রাত ভোর স্বপ্নের প্রস্তুতি নেয়আর তুমি আহ্লাদী জ্যোৎস্না হয়ে উজ্জ্বল হতে হতে ঝরে পড়ো খাজুরাহে…

 


সৃষ্টি সাহিত্য যাপন


#ত্রাগোদিয়া


সময়ের চোরাবালি আমায় বরফের বাতাস করে দেয়

তোমাকে আরও নগ্ন করে দেয় পবিত্র দেব শিলার মতো।

আমার নিরাকার সূর্যাস্ত রাত ভোর স্বপ্নের প্রস্তুতি নেয়

আর তুমি আহ্লাদী জ্যোৎস্না হয়ে উজ্জ্বল হতে হতে 

ঝরে পড়ো খাজুরাহের গাত্রে।

দোলনচাঁপার মাতাল গন্ধে সেজে ওঠা রাতের নদীর মতো

প্রস্তর যুগের স্তব্ধতা আয়োজন করে অনুচ্চারিত প্রেম।

বাতাসের শীতলতায় খসে পড়ে তোমার শিফন আঁচল

তোমার উন্মুক্ত উদ্ধত বুক সাগর হয়ে

নিঃসংকোচে আছড়ে পড়ে বাতাসের ঠিকানায়।

জাগতিক সব অসমাপ্ত উপন্যাস 

ফুটে উঠতে উঠতে অকস্মাৎ কবিতা হয়ে যায় যখন

শব্দহীনতা তখন বিস্তীর্ণ জলরাশির ওপর

হাসতে হাসতে বয়ে যায় কেউটের রূপ ধরে।


©#তাপসদাস