#সৃষ্টি সাহিত্য যাপন #দৈনিক কবিতা প্রতিযোগিতা #কলমে - অঞ্জনা দাস #তারিখ ২৭/০২/২০২১
অবুঝ হৃদয়---*---*---*---
প্রথম দেখায় তোমায় আমি দিলাম আমার মন,তোমার স্পর্শে জাগে আমার দেহ মনে অনুরণন।
তুমিই আমার প্রান তুমিই আমা…
#সৃষ্টি সাহিত্য যাপন
#দৈনিক কবিতা প্রতিযোগিতা
#কলমে - অঞ্জনা দাস
#তারিখ ২৭/০২/২০২১
অবুঝ হৃদয়
---*---*---*---
প্রথম দেখায় তোমায়
আমি দিলাম আমার মন,
তোমার স্পর্শে জাগে
আমার দেহ মনে অনুরণন।
তুমিই আমার প্রান
তুমিই আমার চির সখা,
তোমার বিহনে কাটে
একা,তোমার নাহি দেখা।
যদি ভালোই বাস
তাহলে আছ কেন দূরে
ওগো প্রাণনাথ এসো,
সংগোপনে মোর দূয়ারে।
তোমার সমস্ত স্মৃতি
আমার অশ্রু হয়ে ঝরে,
তাও কি তুমি বোঝনা
বুঝবে কি মরার পরে ?
#অঞ্জনা_দাস